জেলেনস্কির সঙ্গে আলোচনায় রাজি পুতিন

প্রথম পাতা » আন্তর্জাতিক » জেলেনস্কির সঙ্গে আলোচনায় রাজি পুতিন
বুধবার, ২০ আগস্ট ২০২৫



জেলেনস্কির সঙ্গে আলোচনায় রাজি পুতিন

জেলেনস্কির সঙ্গে সরাসরি বৈঠকে রাজি হয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ তথ্য নিশ্চিত করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে এ বিষয়টি নিজেই জানিয়েছেন পুতিন। তিন বছর ধরে চলা যুদ্ধের মধ্যে জেলেনস্কির সঙ্গে পুতিনের বৈঠক বড় ব্যাপার বলে উল্লেখ করেছেন রুবিও।

ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, পুতিন বলেছেন- আমি অবশ্যই জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করবো। যেটা একটা বড় ব্যাপার। এর অর্থ এ নয় যে তারা ভালো বন্ধুত্ব করতে যাচ্ছে বা শান্তি চুক্তি করতে যাচ্ছে। তবে আমি মনে করি এখানে গুরুত্বপূর্ণ হলো তারা এখন কথা বলতে রাজি হয়েছে। যা গত সাড়ে তিন বছরে সম্ভব হয়নি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে ধ্বংস এবং মৃত্যুর অচল যুদ্ধ বলে অভিহিত করেন রুবিও।

যদিও এখনও সম্ভাব্য এই বৈঠকের সময় চূড়ান্ত হয়নি। তবে রুবিও বলেছেন, পুতিন-জেলেনস্কি বৈঠক বাস্তবায়নে আন্তরিকতার সঙ্গে কাজ করছেন। সবকিছু ভালোভাবে সম্পন্ন হলে ট্রাম্পের সঙ্গে একটি ত্রিপক্ষীয় বৈঠকও হতে পারে। এর মাধ্যমে একটি যুদ্ধবিরতি কার্যকরের সম্ভাবনা তৈরি হবে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা এখনও সেখানে (যুদ্ধবিরতি পর্যন্ত) পৌঁছতে পারিনি। তবে আমরা সে লক্ষ্যেই কাজ করছি, যেন সেখানে পৌঁছানো যায়।কোনো পক্ষের শতভাগ লাভের আশা অবাস্তব বলে মনে করেন রুবিও। বলেন, উভয় পক্ষকেই আপস করতে হবে। সকলকেই ছাড় দিতে হবে। যেকোনো কারও শতভাগ লাভ হওয়া মানেই অন্য পক্ষের আত্মসমর্পণ। এর আগে ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প বলেন, বৈঠক শেষে আমি প্রেসিডেন্ট পুতিনকে জেলেনস্কির সঙ্গে বৈঠক করার আহ্বান জানিয়েছি। যেটা ত্রিপক্ষীয় হতে পারে। এ দুই প্রেসিডেন্টের সঙ্গে আমিও যুক্ত থাকবো।সূত্র: এনডিটিভি

বাংলাদেশ সময়: ৭:৪৭:৩২   ১১১ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


ইসরাইলি সামরিক আইনজীবীরা গাজায় যুদ্ধাপরাধের প্রমাণ সম্পর্কে সতর্ক করেন
নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা তুরস্কের
সরকারি শাটডাউন যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল, ভোগান্তিতে মানুষ
ভারত-পাকিস্তান যুদ্ধ বিধ্বস্ত যুদ্ধবিমানের সংখ্যা ৮: ট্রাম্প
শাটডাউন অব্যাহত থাকলে বিমান চলাচল সীমিত করা হবে: মার্কিন পরিবহনমন্ত্রী
দামেস্কের বিমানঘাঁটিতে সৈন্য মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
সুদানের গৃহযুদ্ধ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে: জাতিসংঘ মহাসচিব
শব্দের চেয়ে তিনগুণ গতিসম্পন্ন পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরির ঘোষণা পুতিনের
গণহত্যার বেলায় শাহরুখ কেন চুপ?
সুদানের আল-ফাশারে গণহত্যার তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ আদালত

Law News24.com News Archive

আর্কাইভ