
স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ রাজবাড়ী জেলা পূজা উদযাপন ফ্রন্ট এর ৫১সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি প্রকাশ করা হয়েছে। কমিটিতে আহবায়ক অনিন্দিতা গুহ (বানী) সদস্য সচিব বাবলু চক্রবর্তী, সনিয়র যুগ্ম- আহবায়ক গোবিন্দ ঘোষ।
এছাড়াও যুগ্ম-আহবায়ক ৮জন, অশোক সরকার, গোবিন্দ সরকার, শ্রী উত্তম কুমার সাহা,ডা. কমল দাস,শান্ত কুমার সিংস,বিশ্বজিত কুমার সেন (মানিক), রবিন কুমার দাস, দিপক সরকার।
কমিটিতে রয়েছে ৪০জন সদস্য, সজিব ভৌমিক, বিপ্লব সরকার,কৃষ্ণ কর্মকার, চঞ্চল সাহা,চন্দন কুমার দত্ত, কৃষ্ণ সরকার,সুৃমন দাস, রতন দাস, অমিত প্রামাণিক, তাপস সরকার, দার্জয় মন্ডল,অশিত কুমার রায়,বিজয় সেন সহ অন্যান্যরা।
শুক্রবার (১৫ আগস্ট) জানা যায়,গত বৃহস্পতিবার (১৪আগস্ট) বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট এর আহবায়ক রমেশ দত্ত, সদস্য সচিব অধ্যক্ষ এস সাহা আনন্দ, সিনিয়র যুগ্ম-আহবায়ক মৃনাল কান্তি বৈষ্ণব অনুমোদিত রাজবাড়ী জেলা পূজা উদযাপন ফ্রন্ট এর আহবায়ক কমিটি প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২:৪৫:২৫ ৩১৪ বার পঠিত