ইতালিতে অভিবাসী বহনকারী জাহাজ ডুবে নিহত ২৬

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইতালিতে অভিবাসী বহনকারী জাহাজ ডুবে নিহত ২৬
শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫



ইতালিতে অভিবাসী বহনকারী জাহাজ ডুবে নিহত ২৬

ইতালির ল্যাম্পেদুসা দ্বীপে অভিবাসীদের বহনকারী একটি জাহাজ ডুবে কমপক্ষে ২৬ জনের মৃত্যু হয়েছে। ৬০ জনকে উদ্ধার করা হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়েছে, এখনও অনেকে নিখোঁজ আছেন। তাদেরকে অনুসন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত আছে। ওই অভিবাসীরা ভূমধ্যসাগর হয়ে আফ্রিকা থেকে ইউরোপে পাড়ি জমানোর সময় দুর্ঘটনার কবলে পড়েন। বুধবার সকালে মৃতদেহসহ ওই বোট দেখা যায়। এর পরিপ্রেক্ষিতে উদ্ধার অভিযান চালানো হয়। উদ্ধারকৃত অভিবাসীদের থেকে জানা যায়, তারা লিবিয়া থেকে বোটে করে রওনা দেন। প্রথমে একটি বোটে পানি ঢুকে পড়লে তারা অন্য একটি বোটে স্থানান্তরিত হন। যা পরবর্তীতে ডুবে যায়।

জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, ওই বোটে ৯২-৯৭ জন অভিবাসী ছিলেন। এ বছরের শুরু থেকে আফ্রিকা থেকে মধ্য ভূমধ্যসাগরে পাড়ি দেয়ার সময় ৬৭৫ জন প্রাণ হারিয়েছেন। ইতালির রেড ক্রস অভিবাসী কেন্দ্রের প্রধান ইমাদ দালিল বলেছেন, উদ্ধারকৃতরা স্বাভাবিকভাবেই শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত ছিলেন। এর আগে রেড ক্রসের তরফে বলা হয়, মোট ৫৬ জন পুরুষ ও চার নারীকে উদ্ধার করে তীরে আনা হয়েছে।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকার আফ্রিকা থেকে অভিবাসীদের সমুদ্র যাত্রা বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়া মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন। এক বিবৃতিতে তিনি ওই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। অবৈধভাবে এসব আগমন বন্ধে কঠোর পদক্ষেপেরও আহ্বান জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০:৪৩:৩৪   ৮৯ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


তহবিল সংকটে বন্ধ হচ্ছে ভারতের ৬০ বছর পুরনো পারসি ম্যাগাজিন
তামিলনাড়ুতে নারীকে গাছে বেঁধে প্রহার, পোশাক খোলার চেষ্টা, ভিডিও ভাইরাল
নাবালক শিক্ষার্থীর সঙ্গে শিক্ষিকার যৌন সম্পর্ক, গ্রেপ্তার
যুক্তরাষ্ট্রের হুন্দাই কারখানা থেকে তিন শতাধিক দক্ষিণ কোরীয় কর্মী গ্রেপ্তার
গাজার মানবিক সংকট নিরসনে অবিলম্বে পদক্ষেপের আহ্বান ৪ হাজার বিজ্ঞানীর
ট্রাম্পের ঝুঁকিপূর্ণ বাণিজ্য নীতি, বৈশ্বিক প্রভাব হারাবে যুক্তরাষ্ট্র
পাকিস্তানে রাজনৈতিক র‌্যালিতে বোমা হামলা, নিহত ১৫
সাঁজোয়া ট্রেনে চীনে পৌঁছালেন কিম জং উন
ইসরাইল সৃষ্ট অনাহারে আগস্টে ১৮৫ ফিলিস্তিনির মৃত্যু
সমকামিতা নিষিদ্ধ করলো বুরকিনা ফাসো, অপরাধ প্রমাণিত হলে জেল, জরিমানা

Law News24.com News Archive

আর্কাইভ