গাজীপুরে প্রকাশ্যে কুপিয়ে সাংবাদিককে হত্যা

প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে প্রকাশ্যে কুপিয়ে সাংবাদিককে হত্যা
শুক্রবার, ৮ আগস্ট ২০২৫



গাজীপুরে প্রকাশ্যে কুপিয়ে সাংবাদিককে হত্যা

চায়ের দোকানে বসে চা পান করছিলেন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন। চারদিকে কোলাহল, মানুষের ভিড়। এরই মধ্যে দেশি অস্ত্র হাতে কয়েক সন্ত্রাসী তাঁকে ঘিরে ধরে। এক পর্যায়ে তুহিনকে এলোপাতাড়ি কুপিয়ে ও গলা কেটে হত্যা করে তারা। মৃত্যু নিশ্চিত হলে পালিয়ে যায় সন্ত্রাসীরা।

গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তার মসজিদ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। এর একদিন আগে মহানগরের সদর থানার কাছে ইট দিয়ে আরেক সাংবাদিকের পা থেতলে দেয় সন্ত্রাসীরা। গতকাল ফেসবুকে এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে।

তুহিন (৩৮) দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুর স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে। পরিবার নিয়ে চান্দনা চৌরাস্তা এলাকায় বসবাস করতেন তিনি।

প্রত্যক্ষদর্শী চা দোকানি বলেন, ওই ভাই দোকানে আসে। এর পরপরই পাঁচজন লোক রামদা, চাপাতি ও ছুরি নিয়ে এসে তাঁকে ঘিরে ধরে কোপাতে থাকে। আমি তাদের থামার জন্য অনুরোধ করি। তখন তারা আমাকে গালি দিয়ে বলে তোর ঘাড় ফেলে দেব। পরে আমি ভয় পেয়ে নিচে গিয়ে লুকিয়ে পড়ি। প্রকাশ্যে তাঁকে গলা কেটে হত্যার দৃশ্য অসংখ্য মানুষ দেখছিলেন। একজন মানুষও তাঁকে বাঁচাতে এগিয়ে আসেননি।

তুহিনের বন্ধু শামীম হোসেন বলেন, ‘আমি আর তুহিন একসঙ্গেই আসতে ছিলাম। এরই মধ্যে একজন নারী ও কয়েকজন ছেলে একজনকে ধাওয়া করে। তখন ওই ছেলেটা দৌড় দেয়। এ সময় তুহিন মোবাইল বের করে। পরে আর তুহিনকে দেখতে পাইনি। পরে শুনি ওই দোকানে তুহিনকে কোপানো হচ্ছে। খবর পেয়ে পুলিশ এসে তুহিনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

বাসন থানার ওসি শাহীন খান বলেন, কী কারণে কে বা কারা সাংবাদিক তুহিনকে হত্যা করেছে, সেটা এখনই বলা যাচ্ছে না। তবে বিভিন্ন বিষয় মাথায় নিয়ে আমরা তদন্ত শুরু করেছি। সিসিটিভি ফুটেজও আমাদের হাতে এসেছে। আশা করছি, শিগগির এ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে পারব। ইতোমধ্যে দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। খুনিদের ধরতে পুলিশ অভিযানে নেমেছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার রবিউল ইসলাম বলেন, তাৎক্ষণিক তদন্তে নেমে আমরা জানতে পেরেছি, এ ঘটনায় বাদশা মিয়া নামের একজন আহত হয়েছেন। নারীঘটিত কোনো একটি ঘটনাকে কেন্দ্র করে ওতপেতে থাকা একদল সন্ত্রাসী তাঁকে কোপাতে থাকে। মোবাইল ফোনে এ ঘটনার ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিক তুহিনের ওপর চড়াও হয় তারা। এক পর্যায়ে তাঁকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে। সিসিটিভি ফুটেজেও এ বিষয়টির প্রমাণ পাওয়া গেছে।

ইট দিয়ে সাংবাদিকের পা থেঁতলে দিল সন্ত্রাসীরা

গাজীপুর মহানগরের সদর থানার কাছে প্রকাশ্যে এক সাংবাদিককে বেদম মারধর এবং ইট দিয়ে পা থেঁতলে দিয়েছে সন্ত্রাসীরা। হামলাকারীদের কাছে বারবার আকুতি করেও আনোয়ার হোসেন সৌরভ নামের ওই সাংবাদিক রেহাই পাননি। এ ঘটনার একটি ভিডিও গতকাল ফেসবুকে ছড়িয়ে পড়ে।

খোঁজ নিয়ে জানা যায়, বুধবার বিকেল ৫টার দিকে দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সাংবাদিক আনোয়ারের ওপর এই নির্যাতন চালানো হয়।ভিডিওতে দেখা যায়, রাস্তায় আনোয়ারকে কয়েক দুর্বৃত্ত মারতে মারতে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছে। কেউ লাঠি দিয়ে আঘাত করছে, কেউ লাথি মারছে। কিছুদূর টেনে নেওয়ার পর এক সন্ত্রাসী আনোয়ারের পা ও শরীরে ইট দিয়ে একাধিকবার আঘাত করে। তাঁর বুকের ওপর উঠে লাফাতে থাকে।

ভিডিওতে দেখা যায়, ইট দিয়ে পা থেঁতলে দেওয়ার পর এক পুলিশ সদস্য এগিয়ে যান। পরে আনোয়ারকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পুলিশ।

হাসপাতাল সূত্র বলছে, আনোয়ারের পায়ে গুরুতর জখম হয়েছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় আনোয়ারের মা আনোয়ারা বাদী হয়ে কয়েকজনের নাম উল্লেখ করে সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

সদর থানার ওসি মেহেদী হাসান বলেন, ওই ঘটনায় মামলা হয়েছে। ইতোমধ্যে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।

লালপুরে প্রাইভেটকারের পাশ থেকে গলাকাটা মরদেহ উদ্ধার

নাটোরের লালপুরে প্রাইভেটকারের পাশ থেকে গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রাত পৌনে ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সাইদুর রহমান (৩৫) কুষ্টিয়ার ভেড়ামারা রেলগেট বামনগ্রাম এলাকার আলতাফ হোসেনের ছেলে।

স্থানীয় এক যুবক জানান, রাতে গোপালপুর মিল স্কুলের সামনে একটি প্রাইভেটকার দাঁড়িয়ে থাকতে দেখেন তিনি। গাড়ির সামনের ও পেছনের ইন্ডিকেটর লাইট জ্বলছিল। কিছুদূর এগিয়ে গিয়ে তিনি দেখতে পান, রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তি পড়ে আছেন। তাঁর গলায় ছিল গভীর কাটা চিহ্ন। তিনি ওই প্রাইভেটকারের চালক হতে পারেন।

খবর পেয়ে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে জড়ো হন এবং পুলিশকে জানানো হয়। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক গোয়েন্দা কর্মকর্তা জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ইতোমধ্যেই একজনকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ৯:৩৭:০৪   ১১৮ বার পঠিত  




অপরাধ’র আরও খবর


চট্টগ্রামে গণসংযোগে গুলি একজনের মৃত্যু, বিএনপির প্রার্থী এরশাদউল্ল্যাহ গুলিবিদ্ধ
সুন্দরবন থেকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক ১
চুয়াডাঙ্গায় স্ত্রীকে‌ পিটিয়ে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
রাজবাড়ীতে র‍্যাব পরিচয়ে মুরগিবোঝাই পিকআপ ডাকাতি, গ্রেফতার দুই
রাজবাড়ী জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা
মানবাধিকার সংস্থার নেতা ও নারী উদ্যোক্তার হানিপ ট্র্যাপ ফাঁদে মাদকসহ নিজেরাই ধরা‌।
রাজবাড়ীতে প্রায় ১০৪ ভরি রুপা উদ্ধারসহ পেশাদার চোর গ্রেপ্তার
খাবারের লোভ দেখিয়ে শিশু ধর্ষণের মামলায় প্রতিবেশীর যাবজ্জীবন কারাদণ্ড
চুয়াডাঙ্গার দামুড়হুদায় জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে, নিহত ১; তিনজনকে রেফার্ড।
আদালতে বিচার চলাকালে খাস কামরা থেকে বিচারকের আইফোন-মানিব্যাগ চুরি

Law News24.com News Archive

আর্কাইভ