
স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ রাজবাড়ীর রাধাগোবিন্দ জিঁউর মন্দিরে সন্ধ্যা আরতী কীর্তনে মুখরিত আগত ভক্তবৃন্দ। সেই সাথে রয়েছে নাম কীর্তন, সন্ধ্যা আরতীর অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল ১৪মৃদঙ্গের অপূর্ব সমন্বয়ে।
আর ভক্তবৃন্দ ভক্তিভরে ধ্যান মগ্ন হয়ে শুনতে থাকে নাম কীর্তন ।
ওইসময় কৃষ্ণ নাম, শঙ্খ ও উলুর ধ্বনিতে
জয়- জয় কার হতে থাকে সমস্ত মন্দির জুড়ে, যেটা আগত ভক্তবৃন্দের মনে ধর্মীয় ভাবগাম্ভীর্যের উদয় হয়। একে অপরের সাথে দশা ধরেন, যেটা ভক্তবৃন্দের অন্তরে শান্তি বয়ে আনে।
সোমবার (৩০জুন) শ্রী শ্রী রাধাগোবিন্দ সম্প্রদায়ের পরিচালনায় প্রতিদিনের মত আজও সন্ধ্যা আরতী কীর্তন করা হয়। সন্ধ্যা আরতী কীর্তন পরিচালনা করেন সুব্রত চক্রবর্তী, রয়েছে ২৩ জন সদস্য।
উল্লেখ্য গত শুক্রবার (২৭জুন) রাজবাড়ী শহরের বিনোদপুরে রাধাগোবিন্দ জিঁউর মন্দিরে ৪০প্রহর ব্যাপী মহানামযজ্ঞানুষ্ঠান শুরু হয়েছে। যা আগামী মঙ্গলবার (১লা জুলাই) পর্যন্ত চলবে। মহা এই নামসূধা পরিবেশন করছেন দেশের ৭জেলার কীর্তনীয়রা।
এছাড়াও লীলা কীর্তন করবেন ফরিদপুরের শ্রী অমল ব্যানাজী, সাতক্ষীরার কুমারী আশালতা মন্ডল, রাজশাহীর শতরুপা হালদার। যা শেষ হবে আগামী বৃহস্পতিবার (৩জুলাই) অষ্টকালীন লীলা কীর্তন, নগর কীর্তন, কুঞ্জ ভঙ্গ,জলকেলি ও মহা প্রসাদ বিতরণের মধ্যে দিয়ে।
বাংলাদেশ সময়: ২২:১০:১৪ ৩৬৫ বার পঠিত