
জেন-জিদের নেতৃত্বে বিক্ষোভে প্রাণ গেলো নেপালের সাবেক প্রধানমন্ত্রী ঝালানাথ খানালের স্ত্রী রাজ্যলক্ষী চিত্রকরের। এর আগে ঝালানাথ খানালের বাসভবনে আগুন দেয় ক্ষুব্ধ বিক্ষোভকারীরা। এতে ভেতরে আটকা পড়েন তার স্ত্রী। পরবর্তীতে আগুনে দগ্ধ হয়ে তার মৃত্যু হয়। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এতে বলা হয়েছে, চিত্রকরকে ক্রিতিপুর বার্ন হাসপাতালে নেয়া হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মঙ্গলবার নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেন। এর আগে তার বাসভবনেও আগুন দেয়া হয়। সরকারের দুর্নীতি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞা দেয়ায় তরুণ প্রজন্মের মধ্যে ক্ষোভ দেখা দেয়। যা পরবর্তীতে বিক্ষোভে রুপ নেয়। মঙ্গলবার বিক্ষোভের মুখে পদত্যাগ করেন কেপি শর্মা ওলি।
অন্যদিকে ওলির অর্থমন্ত্রী বিষ্ণু প্রসাদ পাউদেলকে সড়কে তাড়া করে বিক্ষোভকারীরা। পরবর্তীতে তাকে গণপিটুনি দেয় সাধারণ জনতা। সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমের ওই অ্যাপগুলোর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও বিক্ষোভ অব্যাহত থাকে। এরই মাঝে বিক্ষোভকারীরা নেপালের শীর্ষ নেতাদের বাড়ি ও সংসদ ভবনে আগুন দেয়। কাঠমান্ডুর বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়। কিছু কিছু মন্ত্রীকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয় সেনাবাহিনী।সূত্র: এনডিটিভি
বাংলাদেশ সময়: ২০:৫৮:৪৮ ৬ বার পঠিত