
স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ
রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লী এলাকায় পূর্ব শত্রুতা ও জুয়া খেলাকে কেন্দ্র করে নজরুল বেপারী (৩২)নামে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছিল। এই হত্যাকাণ্ডে জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই সাথে হত্যায় ব্যবহৃত একটি ধারালো দা ও একটি চাকু উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো, রাজবাড়ীর দৌলতদিয়া ইউনিয়নের সোহরাব মণ্ডল পাড়া গ্রামের মৃত আতর আলী মোল্লার ছেলে ইসমাইল মোল্লা ওরফে ঝড়ু (২০) এবং হোসেন মণ্ডল পাড়া গ্রামের সুলতানা মিয়ার ছেলে রনি মিয়া ওরফে আরমান হোসেন (২২)।
শনিবার (২৮ জুন) রাজবাড়ী পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শরীফ আল রাজীব।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২৩জুন রাতে নজরুল দোকানের চাবি নিয়ে দৌলতদিয়া পূর্বপাড়া পতিতাপল্লির উদ্দেশ্যে বের হন এবং রাতে আর বাড়ি ফেরেননি। পরদিন সকালে দৌলতদিয়া এলাকার রেললাইনের পাশে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। ২৩ জুন নিহতের ভাই গোয়ালন্দঘাট থানায় হত্যা মামলা করেন।
পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত চালিয়ে ২৭জুন গাজীপুরের শ্রীপুর এলাকা থেকে রনি ও সাভারের রেডিও কলোনি থেকে ইসমাইলকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে।
রাজবাড়ীর পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম এঁর সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শরীফ আল রাজীব, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), আবু রাসেল এর নেতৃত্বে ,অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম এর সার্বিক তত্ত্বাবধানে সূত্রে উল্লেখিত মামলার আইও পুলিশ পরিদর্শক তদন্ত উত্তম কুমার ঘোষ সংগীয় অফিসার ও ফোর্স সহ তাদেরকে গ্রেফতার করে।
বাংলাদেশ সময়: ১৭:০৫:২২ ১৩২ বার পঠিত