
কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে। শুক্রবার (২৮ জুন) সকাল ৯টায় সদর উপজেলার বিন্নাটি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
অভিযানটি নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন। আটককৃত ব্যক্তি হলো আবদুর রহিম (৪০), পিতা মৃত আহাম্মদ আলী, গ্রাম গজারিয়া বিলপার, থানা বাজিতপুর, জেলা কিশোরগঞ্জ।
অভিযান চলাকালে তার কাছ থেকে ৪,০০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক তপু খান বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন জানান, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং এই ধরনের অপরাধে কাউকেই ছাড় দেওয়া হবে না।
বাংলাদেশ সময়: ১৭:০৩:৩৮ ৮৭ বার পঠিত