ইসরায়েলি হামলায় গাজায় প্রাণ হারালেন ৩৫ ফিলিস্তিনি

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইসরায়েলি হামলায় গাজায় প্রাণ হারালেন ৩৫ ফিলিস্তিনি
শনিবার, ২১ জুন ২০২৫



ইসরায়েলি হামলায় গাজায় প্রাণ হারালেন ৩৫ ফিলিস্তিনি

গাজা ভূখণ্ডের মধ্যবর্তী নেটজারিম করিডোরের কাছে মানবিক সহায়তার জন্য অপেক্ষারত অবস্থায় ইসরায়েলি সেনাদের গুলিতে অন্তত ৩৫ জন ফিলিস্তিনি নিহত এবং বহু আহত হয়েছেন। গাজার আল-আওয়াদা হাসপাতালের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

এই হামলার সময় হাজারো বেসামরিক ফিলিস্তিনি খাদ্য ও অন্যান্য জরুরি সহায়তা পাওয়ার আশায় জড়ো হয়েছিলেন। স্থানীয়রা জানান, ইসরায়েলি সৈন্যরা বিনা কারণেই গুলিবর্ষণ শুরু করে, যা নারী ও শিশুসহ নিরীহ গাজাবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয়।

গত কয়েক মাসে ইসরায়েলের অবরোধের কারণে গাজায় তীব্র খাদ্য, ওষুধ ও জ্বালানির সংকট তৈরি হয়েছে। জাতিসংঘ ও আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো বারবার ‘মানবিক বিপর্যয়’ সম্পর্কে সতর্ক করলেও, ইসরায়েলি বাহিনী মানবিক কনভয়গুলোর গতিবিধি সীমিত রাখছে।

এই ঘটনায় ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও মানবাধিকার সংগঠনগুলো ইসরায়েলের যুদ্ধাপরাধের তীব্র নিন্দা জানিয়েছে। অন্যদিকে, ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, তাদের সৈন্যরা ‘আত্মরক্ষামূলক ব্যবস্থা’ নিয়েছিল।

গাজায় ইসরায়েলের সাম্প্রতিক সামরিক অভিযানে এখন পর্যন্ত ৩৮,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আন্তর্জাতিক সম্প্রদায়ের অবিলম্বে যুদ্ধবিরতি ও জরুরি মানবিক সহায়তা নিশ্চিত করার আহ্বান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১:৪১:২৮   ১০৬ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


ইসরাইলি সামরিক আইনজীবীরা গাজায় যুদ্ধাপরাধের প্রমাণ সম্পর্কে সতর্ক করেন
নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা তুরস্কের
সরকারি শাটডাউন যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল, ভোগান্তিতে মানুষ
ভারত-পাকিস্তান যুদ্ধ বিধ্বস্ত যুদ্ধবিমানের সংখ্যা ৮: ট্রাম্প
শাটডাউন অব্যাহত থাকলে বিমান চলাচল সীমিত করা হবে: মার্কিন পরিবহনমন্ত্রী
দামেস্কের বিমানঘাঁটিতে সৈন্য মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
সুদানের গৃহযুদ্ধ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে: জাতিসংঘ মহাসচিব
শব্দের চেয়ে তিনগুণ গতিসম্পন্ন পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরির ঘোষণা পুতিনের
গণহত্যার বেলায় শাহরুখ কেন চুপ?
সুদানের আল-ফাশারে গণহত্যার তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ আদালত

Law News24.com News Archive

আর্কাইভ