তেহরানের পাশেই যেভাবে গোপন ড্রোন ঘাঁটি স্থাপন করে মোসাদ

প্রথম পাতা » আন্তর্জাতিক » তেহরানের পাশেই যেভাবে গোপন ড্রোন ঘাঁটি স্থাপন করে মোসাদ
শুক্রবার, ১৩ জুন ২০২৫



তেহরানের পাশেই যেভাবে গোপন ড্রোন ঘাঁটি স্থাপন করে মোসাদ

ইরানে হামলা চালাতে বছরের পর বছর প্রস্তুতি নেয় ইসরাইল। এজন্য প্রস্তুতিতে তারা অস্ত্র চোরাচালানের মাধ্যমে ইরানের রাজধানী তেহরানের কাছেই তাদের গোয়েন্দা সংস্থা মোসাদের একটি গোপন ড্রোন ঘাঁটি স্থাপন করে। অনলাইন ডেইলি মেইল বলছে, ইসরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ), মোসাদ এবং প্রতিরক্ষা খাতের সমন্বয়ে এই পরিকল্পনা গড়ে ওঠে। মোসাদের বিশেষ বাহিনী ইরানে প্রবেশ করে সেখানে বিশেষ অস্ত্রের মাধ্যমে বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে অকার্যকর করে তোলে। তারা ইরানের ভূমি থেকে আকাশে ক্ষেপণাস্ত্র ব্যাটারিগুলোর কাছে অত্যাধুনিক অস্ত্র স্থাপন করে। শুক্রবার ভোরে সেগুলো চালু করে ইসরাইলি বিমান হামলার পথ পরিষ্কার করে। এছাড়া মোসাদ বিভিন্ন শহরে বেসামরিক গাড়িতে বিস্ফোরক বসিয়ে রাখে। এগুলো নির্দিষ্ট সময়ে বিস্ফোরিত হয় এবং ইরানের প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করে দেয়।

গোপনে একটি ড্রোন ঘাঁটি তৈরি করা হয় তেহরানের কাছে। সেখান থেকে বিস্ফোরকযুক্ত ড্রোন উৎক্ষেপণ করে ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানা হয়। ইসরাইলের দাবি, তাদের যুদ্ধবিমানগুলো নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে গভীর ভূগর্ভস্থ ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ কেন্দ্রের ওপর আঘাত হানে। নাতাঞ্জ কেন্দ্র প্রায় ২২ মিটার মাটির নিচে এবং ২.৫ মিটার কংক্রিট দিয়ে সুরক্ষিত হলেও, ইসরাইলি ‘বাঙ্কার বাস্টার’ বোমা তা ভেদ করে ভিতরে বিস্ফোরণ ঘটায়। ইসরাইলি সামরিক বিবৃতিতে জানানো হয়, এই ভূগর্ভস্থ এলাকায় বহুস্তর বিশিষ্ট ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ হল, বৈদ্যুতিক ঘর এবং অন্যান্য সহায়ক অবকাঠামো ছিল। এগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ইরানের পারমাণবিক শক্তি সংস্থা জানায়, নাতাঞ্জ কেন্দ্রে কিছু ক্ষয়ক্ষতি হলেও হতাহতের ঘটনা ঘটেনি এবং তেজস্ক্রিয়তার মাত্রাও বাড়েনি।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাও এ তথ্য নিশ্চিত করেছে। শুক্রবার দিনের বেলা নতুন করে আরও হামলার খবর পাওয়া গেছে শিরাজ, কেরমানশাহ এবং তাবরিজ প্রদেশে। ইসরাইলি সেনাবাহিনী জানায়, প্রথম দফায় তারা ৩৩০টির বেশি ক্ষেপণাস্ত্র ও বোমা ফেলেছে। কিছু ভিডিওতে দেখা যায়, ইসরাইলি ড্রোন ইরানের গাড়ি ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণস্থল লক্ষ্য করে আঘাত হানছে। ইসরাইলি বাহিনীর মতে, এই হামলায় ‘ডজন ডজন’ রাডার ও মিসাইল লঞ্চার ধ্বংস হয়েছে। তবে ইরানের সর্বোচ্চ নেতা খামেনি অভিযোগ করেছেন, ইসরাইল বেসামরিক এলাকাগুলোতে হামলা চালিয়েছে। তেহরানে নারীদের ও শিশুসহ বেসামরিক মানুষ নিহত হয়েছে বলে দাবি করেছে ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম।

বাংলাদেশ সময়: ২৩:১১:০৯   ১৩৩ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


ইসরাইলি সামরিক আইনজীবীরা গাজায় যুদ্ধাপরাধের প্রমাণ সম্পর্কে সতর্ক করেন
নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা তুরস্কের
সরকারি শাটডাউন যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল, ভোগান্তিতে মানুষ
ভারত-পাকিস্তান যুদ্ধ বিধ্বস্ত যুদ্ধবিমানের সংখ্যা ৮: ট্রাম্প
শাটডাউন অব্যাহত থাকলে বিমান চলাচল সীমিত করা হবে: মার্কিন পরিবহনমন্ত্রী
দামেস্কের বিমানঘাঁটিতে সৈন্য মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
সুদানের গৃহযুদ্ধ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে: জাতিসংঘ মহাসচিব
শব্দের চেয়ে তিনগুণ গতিসম্পন্ন পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরির ঘোষণা পুতিনের
গণহত্যার বেলায় শাহরুখ কেন চুপ?
সুদানের আল-ফাশারে গণহত্যার তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ আদালত

Law News24.com News Archive

আর্কাইভ