স্ত্রীসহ সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম আটক

প্রথম পাতা » ড্রাফট » স্ত্রীসহ সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম আটক
বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫



স্ত্রীসহ সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম আটক

স্ত্রীসহ সাবেক ভূমিমন্ত্রী ও জামালপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল করিম হিরাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ মে) বিকেল সাড়ে ৫টার দিকে শেরপুরের সাব-রেজিস্টার অফিস তাদের আটক করা হয়। পরে সেখান থেকে পুলিশ তাদের শেরপুর সদর থানায় নিয়ে যায়।

জানা যায়, গোয়েন্দা সংস্থার গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শেরপুর জেলার সাবরেজিস্ট্রারের কার্যালয়ে জমি বিক্রির সময় তাদের আটক করে ছাত্র-জনতা।

এ সময় তাদের শাস্তির দাবিতে ছাত্র-জনতা, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন।

হীরা প্রথম সংসদ নির্বাচন করেন ১৯৯১ সালে স্বতন্ত্র প্রার্থী হয়ে করলেও প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন ১৯৯৬ সালের জুনে অনুষ্ঠিত হওয়া সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে। তিনি ২০০১ ও ২০০৮ সালে পুনরায় বিএনপির সিরাজুল হককে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন।

২০০৯ সালে হাসিনা দ্বিতীয় মন্ত্রিসভা গঠন করলে তিনি ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পান। ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নির্বাচন বয়কট করলে মহাজোটের শরীক জাতীয় পার্টি-জেপির বাবর আলী খানকে ১৯ হাজার ৩৪৫ ভোটের ব্যবধানে পরাজিত করেন।

১ মার্চ দশম সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে নিয়োগ পান। ২০১৮ সালের নির্বাচনে তিনি মনোনয়নপত্র দাখিল করলেও পরে আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়া দলীয় নির্দেশে প্রত্যাহার করে নেন।

বাংলাদেশ সময়: ২৩:৫৪:৪৯   ৫২ বার পঠিত  




ড্রাফট’র আরও খবর


সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
কান্নায় ভেঙে পড়েন ‘ছাগলকাণ্ডে’র মতিউর, মেলেনি জামিন
যুবলীগ নেতার চাঁদাবাজির তদন্তে আদালতের স্বপ্রণোদিত আদেশ
লালমোহনে বিএনপির সম্মেলন উপলক্ষে স্বেচ্ছাসেবক দলের শুভেচ্ছা মিছিল
বোর্ডের সহায়তায় অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে
সালমান এফ রহমানসহ ১৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
স্ত্রীসহ সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম আটক
সৌদি আরবে মদের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি অস্বীকার কর্তৃপক্ষের
ভোলায় ধ্বংস করা হয়েছে ৯ কোটি টাকার ইয়াবা
জয়পুরহাটে এক সন্ত্রাসীর লক্ষ ভ্রষ্ট গুলিতে প্রানে বেচে গেল ছাত্রনেতা জনতার হাতে আটক সন্ত্রাসী।

Law News24.com News Archive

আর্কাইভ