শিগগিরই সুপ্রিমকোর্ট সচিবালয় চান প্রধান বিচারপতি

প্রথম পাতা » সুপ্রিমকোর্ট » শিগগিরই সুপ্রিমকোর্ট সচিবালয় চান প্রধান বিচারপতি
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫



শিগগিরই সুপ্রিমকোর্ট সচিবালয় চান প্রধান বিচারপতি

শিগগিরই সুপ্রিমকোর্ট সচিবালয় প্রতিষ্ঠার আশা প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

বুধবার সুপ্রিমকোর্টের মূল ভবন এবং এনেক্স ভবনে নতুনভাবে সংস্কার করা অবকাঠামো পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ আশার কথা জানান প্রধান বিচারপতি। কবে নাগাদ প্রত্যাশা করেন- এমন প্রশ্নে তিনি বলেন, সেটা তো বলা যায় না। শিগগিরই চাই।

সুপ্রিমকোর্টে সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান বিচারপতি বলেন, সচিবালয় সম্পর্কে অবকাঠামোগত আমরা যে অর্গানোগ্রাম দিয়েছিলাম, ধারণাপত্র দিয়েছিলাম, সেগুলো নিয়ে যাচাই-বাছাই চলছে, আলোচনা চলছে। দেখতে হবে বাস্তবায়নের জন্য কোনো সাংবিধানিক ও আইনি প্রতিবন্ধকতা আছে কি না। যদি থাকে, সেটা দূর করা হবে।

সুপ্রিমকোর্টের মূল ভবন ও এনেক্স ভবনে নতুনভাবে সংস্কার করা স্বাস্থ্যসম্মত এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিবান্ধব দুটি টয়লেট চালু হয়েছে। সুপ্রিমকোর্টের অনুমোদনে ব্র্যাক প্রকল্পটি বাস্তবায়ন করেছে।

প্রধান বিচারপতি নবনির্মিত এ স্থাপনাগুলো পরিদর্শন করেন। এ সময় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ এবং সুপ্রিমকোর্টের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধান বিচারপতি বলেন, এটি জনগণের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতার অংশ।

এ সময় পাইলট প্রকল্প দুটি বাস্তবায়নের জন্য তিনি ব্র্যাকের সদস্যদের ধন্যবাদ জানান।

বাংলাদেশ সময়: ১৪:১৩:৪৭   ১৯৬ বার পঠিত  




সুপ্রিমকোর্ট’র আরও খবর


মানিকদির সন্তান মো: আশিকুজ্জামান নজরুল ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে পদোন্নতি লাভ করেছেন
ব্যারিস্টার রেজা মো: সাদেকীন (পান্থ) ডেপুটি অ্যার্টনী জেনারেল পদে পদোন্নতি পেয়েছেন
৪১ নতুন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ
তত্ত্বাবধায়ক বাতিলের রায় দিয়েই দেশে রাজনৈতিক সংকটের শুরু
ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি
ডিজিটাল নিরাপত্তা আইনের সেই আলোচিত মামলা থেকে অব্যাহতি পেলেন মিনহাজ মান্নান
তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিলের চূড়ান্ত শুনানি ২ নভেম্বর পর্যন্ত মুলতবি
মেট্রোরেল দুর্ঘটনায় নিহত আজাদের পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল
মেট্রোরেল দুর্ঘটনা: বিশেষজ্ঞ কমিটি গঠন করে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ
তিন বিচারপতিকে শোকজ করেননি প্রধান বিচারপতি: সুপ্রিম কোর্ট

Law News24.com News Archive

আর্কাইভ