কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি শহীদ, সাধারণ সম্পাদক রতন

প্রথম পাতা » আইনজীবী সমিতি নির্বাচন » কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি শহীদ, সাধারণ সম্পাদক রতন
বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫



---

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে  তৃতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মো. সহিদুল আলম শহীদ এবং পঞ্চমবারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম রতন।

কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে দায়িত্বরত প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট এস এম মাহবুবুর রহমান ভোট গণনা শেষে বুধবার (৫ মার্চ)  রাত  ১১.৩০ মিনিটে এ ফলাফল ঘোষণা করেন।

বুধবার সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে ৬০৬ জন  ভোটারের মধ্যে ৫৩৭ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সভাপতি পদে অ্যাডভোকেট মো. সহিদুল আলম শহীদ পেয়েছেন ৪৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট আলাউদ্দিন আহমেদ (সতন্ত্র) পেয়েছেন ৮০ ভোট। সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন পেয়েছেন ২৯১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ শহিদুল ইসলাম হুমায়ুন পেয়েছেন ১৩৪ ভোট।

আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী পরিষদের বিজয়ী প্রার্থীরা হলেন সভাপতি মো. শহিদুল আলম, সহ-সভাপতি আব্দুর রাশিদ ভূঞা, বিনাপ্রতিদ্বন্ধীতায় সদস্য পদে কফিল উদ্দিন, মো: সারোয়ার জাহান সানি ও মোঃ সোহাগ মিয়া।

বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্যানেল থেকে  বিজয়ী প্রার্থীরা হলেন সাধারণ সম্পাদক মো: আমিনুল ইসলাম রতন, সহ-সভাপতি মোঃ মানিক, সহ-সাধারণ সম্পাদক পদে নাদিরা সুলতানা সোমা, শাহিনুর কলি, লাইব্রেরী সম্পাদক পদে মোঃ আব্দুল্লাহ আল বোখারী, সাংস্কৃতিক সম্পাদক এ.এম ছাজ্জাদুল হক, অডিটর পদে আবু বাক্কার সিদ্দিক, বিনাপ্রতিদ্বন্ধীতায় সদস্য পদে  মোঃ আবু তাহের হারুন ও মোহাম্মদ আহসানুজ্জামান নাসির

বাংলাদেশ সময়: ১৪:০৭:৪০   ১১৫ বার পঠিত  




আইনজীবী সমিতি নির্বাচন’র আরও খবর


কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি শহীদ, সাধারণ সম্পাদক রতন
রাজবাড়ী জেলা বার এসোসিয়েশন নির্বাচনে সভাপতি বাচ্চু, সম্পাদক রাজ্জাক (২)
নেত্রকোনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি মুকুল সম্পাদক মাসুদ
সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন : বেশিরভাগ পদে আওয়ামীপন্থী আইনজীবী জয়ী হয়েছেন
গাজীপুর আইনজীবী সমিতির সভাপতি রফিক, সম্পাদক সিরাজুল
গাজীপুর বারের সাবেক সভাপতি-সম্পাদকসহ ৩ আইনজীবীকে বহিষ্কার
সুপ্রিম কোর্ট বারে মারামারি : ব্যারিস্টার কাজল রিমান্ডে
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন :সভাপতিসহ ৪ পদে বিএনপি, সম্পাদকসহ ১০ পদে আ.লীগ জয়ী
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির স্বতন্ত্র সম্পাদক প্রার্থী নাহিদ সুলতানা যুথীর গুলশানের বাসায় অভিযান
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে মারামারি : যুথি-কাজলসহ ২০ জনের বিরুদ্ধে মামলা

Law News24.com News Archive

আর্কাইভ