সিরিয়াতে স্বাভাবিক হচ্ছে বিমান চলাচল

প্রথম পাতা » আন্তর্জাতিক » সিরিয়াতে স্বাভাবিক হচ্ছে বিমান চলাচল
বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪



সিরিয়াতে স্বাভাবিক হচ্ছে বিমান চলাচল

সিরিয়াতে বিমান চলাচল পুনরায় স্বাভাবিক হতে শুরু করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বাশার আল আসাদের পতনের পর বুধবার সিরিয়ান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান রাজধানী দামেস্ক বিমানবন্দর থেকে আলেপ্পোর উদ্দেশে যাত্রা শুরু করে। দেশটির ক্ষমতা পরিবর্তনের পর এটিই ছিল প্রথম ফ্লাইট। এ খবর দিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু। প্রসঙ্গত, গত ৮ই ডিসেম্বর দামেস্ক দখল করে বিদ্রোহীদের নেতৃত্বে থাকা হায়াত তাহরির আল শাম (এইচটিএস) নামের সশস্ত্র সংগঠন। এর পর দেশ ছেড়ে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নেন আসাদ ও তার পরিবার। সেদিন থেকেই বিমানবন্দরটির কার্যক্রম স্থগিত করা হয়। প্রায় ১০ দিন পর পুনরায় বিমান চলাচল শুরুর মাধ্যমে বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।

উল্লেখ্য, সিরিয়াতে টানা প্রায় ২৫ বছর ক্ষমতায় ছিলেন বাশার আল আসাদ। এর আগে তার পিতা হাফিজ আল আসাদ প্রায় তিন দশক ধরে দেশটির ক্ষমতায় ছিলেন। ২০০০ সালে পিতার মৃত্যুর পর ক্ষমতা গ্রহণ করেন তরুণ চিকিৎসক আসাদ। জনগণের আশা ছিল তিনি তার পিতার চেয়ে ভালো শাসক হবেন। তবে ২০১১ সালে আরব বসন্তের সময় সিরিয়াতে গণতন্ত্রের লড়াই শুরু হলে তা ঠেকাতে দমন-পীড়নের পথ বেছে নেন আসাদ। এতে গোটা সিরিয়াতে গৃহযুদ্ধাবস্থা তৈরি হয়। এরপর থেকে রাশিয়া এবং ইরানের সহায়তায় ক্ষমতায় টিকে ছিলেন আসাদ। তবে সম্প্রতি রাশিয়া এবং ইরানের সহযোগিতা না থাকায় আসাদের পতন ত্বরান্বিত হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মাত্র ১২ দিনের মাথায় আসাদ সরকারের পতন নিশ্চিত করে বিদ্রোহীরা। অন্যদিকে এইচটিএস বিদ্রোহীদের পেছনে তুরস্কের মদদ রয়েছে বলে অভিযোগ করেছে আসাদ। পালিয়ে যাওয়ার পর রাশিয়া থেকে দেওয়া প্রথম বিবৃতিতে তিনি বলেছেন, তিনি সিরিয়া ছাড়তে চাননি। ইরানের একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছিল আসাদ আগেই ইরানকে তুরস্কের বিষয়ে অবহিত করেছিলেন। এ বিষয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠকও করেছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তবে তাতে কর্ণপাত করেনি তুরস্ক। যদিও পরে সূত্রের এসব কথা অস্বীকার করেছে আঙ্কারা। ১৯৬৩ সাল থেকে ২০২৪ সালের ৮ ডিসেম্বর পর্যন্ত ক্ষমতায় ছিল আসাদ সরকারের বাথ পার্টি। তার পতনের মধ্য দিয়ে টানা ৫৪ বছরের ক্ষমতা থেকে ছিটকে পড়েছেন তিনি ও তার দল।

বাংলাদেশ সময়: ৩:৪৪:০০   ১৮৩ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


বিশ্ববাসী আরেকটি ‘নাকবার’ সাক্ষী হতে পারে: জাতিসংঘ
‘ভারত ফের হামলা না করলে দায়িত্বজ্ঞানহীন কোনো পদক্ষেপ নেবে না পাকিস্তান’
ভারতের হামলায় পাকিস্তানে নিহতের সংখ্যা বেড়ে ৩১
পৃথিবীর সবচেয়ে গোপন নির্বাচন পদ্ধতি, ভ্যাটিকানে শুরু পোপ বাছাই পর্ব
আগ্রাসনের জবাব দিতে সেনাবাহিনীকে অনুমতি দিয়েছে পাকিস্তান
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন মার্কিন শুল্ক নীতিতে হুমকির মুখে বাংলাদেশের পোশাক খাত, উদ্বেগ-উৎকণ্ঠায় শ্রমিকরা
ভারত-পাকিস্তান উত্তেজনা: জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আজ রুদ্ধদ্বার বৈঠক
গাজায় জোর করে মানুষকে অভুক্ত রাখছে ইসরাইল
হাজার হাজার রিজার্ভ সেনাকে তলব করছে ইসরাইল
গাজামুখী ত্রাণবাহী জাহাজে সশস্ত্র ড্রোনের হামলা

Law News24.com News Archive

আর্কাইভ