পৃথিবীর সবচেয়ে গোপন নির্বাচন পদ্ধতি, ভ্যাটিকানে শুরু পোপ বাছাই পর্ব

প্রথম পাতা » আন্তর্জাতিক » পৃথিবীর সবচেয়ে গোপন নির্বাচন পদ্ধতি, ভ্যাটিকানে শুরু পোপ বাছাই পর্ব
বুধবার, ৭ মে ২০২৫



পৃথিবীর সবচেয়ে গোপন নির্বাচন পদ্ধতি, ভ্যাটিকানে শুরু পোপ বাছাই পর্ব

পরবর্তী পোপ নির্ধারণের জন্য গোপন সম্মেলনে যোগ দিতে সারা বিশ্ব থেকে কার্ডিনালরা রোমে এসে উপস্থিত হয়েছেন। বুধবার থেকে শুরু হতে যাওয়া পোপ কনক্লেভের আগে পোপ ফ্রান্সিসের উত্তরসূরি হিসেবে ইতালীয় কার্ডিনাল পিয়েত্রো পারোলিন এবং ফিলিপিনো কার্ডিনাল লুইস আন্তোনিও ট্যাগল অন্যতম পছন্দের প্রার্থী। বুধবার সকালে সেন্ট পিটার্স ব্যাসিলিকায় একটি প্রাক-কনক্লেভ প্রার্থনার জন্য ১৩৩ জন কার্ডিনাল ইলেক্টর একত্রিত হন। বিকেলে তারা ভ্যাটিকানের সিস্টিন চ্যাপেলে ধর্মীয় উপাসনা করতে করতে হেঁটে যাবেন।সেখানে পৌঁছানোর পর, কার্ডিনালরা গোপনীয়তার শপথ নেবেন এবং ক্যাথলিক চার্চের নতুন নেতা নির্বাচনের গৌরবময় দায়িত্ব পালনের জন্য শপথ নেবেন

তারপর, তাদের মধ্যে কে নেতৃত্ব দিতে পারে তা নিয়ে বিতর্ক এবং ভোটদানের কাজ শুরু হবে। বুধবার ভোটপর্ব সম্পন্ন হয়ে নতুন পোপ নির্বাচিত না হওয়া পর্যন্ত গোটা ভ্যাটিকান সিটিতে মোবাইল নেটওয়ার্ক বন্ধ থাকবে। যাতে ক্যাথলিক সমাজের এই গুরুত্বপূর্ণ খবর প্রকাশ্যে না আসে। পোপ ফ্রান্সিস ভ্যাটিকানে তার ১২ বছরের দায়িত্ব পালনের সময় ক্যাথলিক চার্চে অনেক পরিবর্তন এনেছিলেন। পোপ ফ্রান্সিস কার্ডিনালদের মধ্যে বৈচিত্র্যও বৃদ্ধি করেছেন, যারা এখন তার উত্তরসূরি নির্বাচন করবেন। প্রশ্ন হল তারা কি পোপ ফ্রান্সিসের উত্তরাধিকার বহন করার জন্য কাউকে বেছে নেবেন, নাকি আরও ঐতিহ্যবাহী ব্যক্তিত্বকে বেছে নেবেন। প্রায় ৭৫০ বছর ধরে একই পদ্ধতিতে পোপ নির্বাচন হয়ে আসছে। বলা হয়, এটাই পৃথিবীর সবচেয়ে গোপন বাছাইপর্ব। এককালে ভ্যাটিকানে এই গুরুত্বপূ্র্ণ কাজে থাকা কার্ডিনালরা বহির্জগতের সঙ্গে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে থাকতেন নতুন পোপ নির্বাচন সম্পূর্ণ হওয়া পর্যন্ত। এখনকার দিনে মোবাইল, ক্যামেরা বাইরে রেখে নিজেদের ঘরে ঢুকতে হয়। ভ্যাটিকানের সান্তা মার্তা গেস্টহাউসে তাদের থাকার ব্যবস্থা হয়। প্রত্যেক ঘরের সঙ্গে শৌচালয়, খাওয়াদাওয়ার সুবিধা রয়েছে। যাতে কার্ডিনালরা একে অপরের সঙ্গে এ বিষয়ে কোনও আলোচনা করতে না পারেন, তার জন্য এই আয়োজন। এবছর ৭০ দেশ থেকে ১৩৩ জন কার্ডিনাল পৌঁছেছেন ভ্যাটিকানে।

বাংলাদেশ সময়: ১৮:১৫:০৪   ২৬ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


‘ভারত ফের হামলা না করলে দায়িত্বজ্ঞানহীন কোনো পদক্ষেপ নেবে না পাকিস্তান’
ভারতের হামলায় পাকিস্তানে নিহতের সংখ্যা বেড়ে ৩১
পৃথিবীর সবচেয়ে গোপন নির্বাচন পদ্ধতি, ভ্যাটিকানে শুরু পোপ বাছাই পর্ব
আগ্রাসনের জবাব দিতে সেনাবাহিনীকে অনুমতি দিয়েছে পাকিস্তান
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন মার্কিন শুল্ক নীতিতে হুমকির মুখে বাংলাদেশের পোশাক খাত, উদ্বেগ-উৎকণ্ঠায় শ্রমিকরা
ভারত-পাকিস্তান উত্তেজনা: জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আজ রুদ্ধদ্বার বৈঠক
গাজায় জোর করে মানুষকে অভুক্ত রাখছে ইসরাইল
হাজার হাজার রিজার্ভ সেনাকে তলব করছে ইসরাইল
গাজামুখী ত্রাণবাহী জাহাজে সশস্ত্র ড্রোনের হামলা
পাকিস্তানশাসিত কাশ্মীরে ভারতের হামলার শঙ্কা, হাজারের বেশি মাদ্রাসা বন্ধ ঘোষণা

Law News24.com News Archive

আর্কাইভ