ভোলার লালমোহনে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রথম পাতা » সারাদেশ » ভোলার লালমোহনে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
সোমবার, ২৩ জুন ২০২৫



---


এম রিয়াজ উদ্দিন, লালমোহন (ভোলা) প্রতিনিধি: গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে, দুর্নীতি দমন কমিশনের সহায়তায় ভোলার লালমোহনে ৩ পর্বের বিতর্ক প্রতিযোগিতা ও চূড়ান্ত পর্ব সম্পন্ন হয়েছে। লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে সোমবার দিনব্যাপী লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চূড়ান্ত পর্বে বিতর্কের বিষয় ছিল- স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে।বিতর্ক প্রতিযোগিতা উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ আবদুর রব মাস্টারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম দুলাল এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ব্যক্তিগত লাভের জন্য যার যার দায়িত্ব পালনের বিধিবিধান ও কর্তব্য থেকে বিচ্যুত হয়ে কাউকে কোনো সুবিধা দেওয়া হলো দুর্নীতি। দুর্নীতি শুধু সরকারি অফিসে সীমাবদ্ধ নেই। সমাজের প্রতিটি স্তরে দুর্নীতি বাসা বেঁধেছে। শুধু অভাবের তাড়নায় মানুষ দুর্নীতি করে, এটি সত্য নয়। লোভ ও অতিরিক্ত ভোগের আকাঙ্ক্ষা থেকেই উৎপত্তি হয় দুর্নীতির। প্রধান অতিথি আরো বলেন, আজকের শিশুরাই আগামী দিনে দেশের হাল ধরবে। সকলকে স্বপ্ন দেখতে হবে বড় হয়ে কি হবে। এরপর নিজের স্বপ্নের বাস্তবায়নের জন্য কাজ করতে হবে। এমন একটি সুন্দর বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের জন্য তিনি লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটিকে ধন্যবাদ জানান।এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমোহন করিমুন্নেছা-হাফিজ মহিলা কলেজের সহকারী অধ্যাপক (পদার্থ বিদ্যা) মোফাজ্জল হোসেন, লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাছুমা খানম, সহকারী প্রধান শিক্ষক মো. ইয়াছিন, লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রতন চন্দ্র গাঙ্গুঁলী, মো. রজ্জব আলী, কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. সুমন, লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার শিক্ষক মো. মনির হোসেন, হামীম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষক মইনুল হোসেন, বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নাজমুন নাহার, দিলরুবা বেগম আরজু, লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মো. জিয়াদ হোসেন, সাংবাদিক মুশফিকুর রহমান ও নজরুল ইসলাম প্রমুখ।চূড়ান্ত পর্বে পক্ষে অংশগ্রহণ করে- লালমোহন হামীম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ এবং বিপক্ষে অংশগ্রহণ করেন লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়। এতে বিজয়ী হন লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়। চূড়ান্ত পর্বে বিজয়ীদল পরে জেলা পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। বিতর্ক প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিরা।

বাংলাদেশ সময়: ১৮:৩৫:১৪   ১৮০ বার পঠিত  




সারাদেশ’র আরও খবর


কাদেরিয়া বাহিনী ও ছাত্র সমাজের পাল্টাপাল্টি সমাবেশের ডাক, ১৪৪ ধারা জারি
হাটহাজারী মাদরাসাকে অবমাননা করে ফেসবুকে পোস্টকারী আটক, ছাত্রদের বিক্ষোভ-গাড়ি ভাঙচুর
দুবাইয়ে ১২শ কোটি টাকা পাচার সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের বিরুদ্ধে সিআইডির মামলা
দুই জেলায় দরবার শরীফে ভাঙচুর-আগুন
রাজবাড়ীতে ডিবি’র অভিযানে একাধিক মামলার আসামি গ্রেফতার
বিতর্কিত নুরা পাগলের কবর নিয়ে রাজবাড়ীতে জেলা ইমান-আকিদা রক্ষা কমিটির সংবাদ সম্মেলন
কিশোরগঞ্জে রোগীকে লাথি মারলেন জরুরি বিভাগের চিকিৎসক!
লালমোহনে চুরি করতে গিয়ে দেখে ফেলায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যা
বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে আনন্দ র‍্যালি
রাজবাড়ীর গোয়ালন্দে র‌্যাবের অভিযানে ক্লুলেস গৃহবধূ হত্যার আসামী গ্রেপ্তার

Law News24.com News Archive

আর্কাইভ