আগ্রাসনের জবাব দিতে সেনাবাহিনীকে অনুমতি দিয়েছে পাকিস্তান

প্রথম পাতা » আন্তর্জাতিক » আগ্রাসনের জবাব দিতে সেনাবাহিনীকে অনুমতি দিয়েছে পাকিস্তান
বুধবার, ৭ মে ২০২৫



আগ্রাসনের জবাব দিতে সেনাবাহিনীকে অনুমতি দিয়েছে পাকিস্তান

ভারতের আগ্রাসনের জবাব দিতে সেনাবাহিনীকে অনুমতি দিয়েছে পাকিস্তান। ভারতের হামলায় পাকিস্তানে বিপুল পরিমাণ মানুষ মারা যাওয়ার পর বুধবার জাতীয় নিরাপত্তা কমিটির (এনএসসি) বৈঠক আহ্বান করেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। সেই বৈঠকে সেনাবাহিনীকে এই অনুমতি দেয়া হয়। একই সঙ্গে ভারতের হামলার যেভাবে জবাব দিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী তার প্রশংসা করা হয়। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ।

এতে বলা হয়, মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানের পাঞ্জাব ও আজাদ জম্মু-কাশ্মীরে একযোগে ভারত স্থল, নৌ ও আকাশপথে হামলা চালিয়েছে। এ সময় তারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করেছে। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি দাবি করেছেন এতে পাকিস্তানে কমপক্ষে ৭০ জন নিহত হয়েছেন। তবে পাকিস্তান আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল শরীফ আহমেদ চৌধুরী সংবাদ সম্মেলনে জানিয়েছেন এই সংখ্যা ২৬। পাকিস্তান বলছে, ভারত ইচ্ছাকৃতভাবে মসজিদ, বাড়িঘরসহ বেসামরিক এলাকাকে টার্গেট করেছে। এতে নিহত হয়েছেন নারী, শিশুসহ বিপুল সংখ্যক মানুষ। এর মধ্য দিয়ে তারা পরিষ্কারভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।

পাকিস্তান আরও বলেছে, আঞ্চলিক এই উত্তেজনার জন্য সরাসরি দায়ী ভারত। এমন অবস্থায় পাকিস্তানের এনএসসি বুধবারের বৈঠকে নিশ্চিত করে যে, জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদের অধীনে এই হামলার জবাব দেয়ার অধিকার তারা রাখে এবং জবাব দেয়ার জন্য সেনাবাহিনীকে অনুমোদন দেয়া হয়েছে। ভারতকে জবাবদিহিতায় নেয়ার আহ্বান জানিয়ে এনএসসি পুনর্ব্যক্ত করেছে যে, শান্তি ও মর্যাদার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ পাকিস্তান। তাদের জনগণ অথবা ভূখণ্ডের মর্যাদা ও অখণ্ডতায় কখনো কোনো ক্ষতি হতে দেবে না।

বাংলাদেশ সময়: ১৮:১০:৪৪   ২৪ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


‘ভারত ফের হামলা না করলে দায়িত্বজ্ঞানহীন কোনো পদক্ষেপ নেবে না পাকিস্তান’
ভারতের হামলায় পাকিস্তানে নিহতের সংখ্যা বেড়ে ৩১
পৃথিবীর সবচেয়ে গোপন নির্বাচন পদ্ধতি, ভ্যাটিকানে শুরু পোপ বাছাই পর্ব
আগ্রাসনের জবাব দিতে সেনাবাহিনীকে অনুমতি দিয়েছে পাকিস্তান
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন মার্কিন শুল্ক নীতিতে হুমকির মুখে বাংলাদেশের পোশাক খাত, উদ্বেগ-উৎকণ্ঠায় শ্রমিকরা
ভারত-পাকিস্তান উত্তেজনা: জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আজ রুদ্ধদ্বার বৈঠক
গাজায় জোর করে মানুষকে অভুক্ত রাখছে ইসরাইল
হাজার হাজার রিজার্ভ সেনাকে তলব করছে ইসরাইল
গাজামুখী ত্রাণবাহী জাহাজে সশস্ত্র ড্রোনের হামলা
পাকিস্তানশাসিত কাশ্মীরে ভারতের হামলার শঙ্কা, হাজারের বেশি মাদ্রাসা বন্ধ ঘোষণা

Law News24.com News Archive

আর্কাইভ