ইরানে মার্কিন হামলার বিরুদ্ধে কিউবা, চিলি, মেক্সিকো ও ভেনেজুয়েলা

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইরানে মার্কিন হামলার বিরুদ্ধে কিউবা, চিলি, মেক্সিকো ও ভেনেজুয়েলা
রবিবার, ২২ জুন ২০২৫



ইরানে মার্কিন হামলার বিরুদ্ধে কিউবা, চিলি, মেক্সিকো ও ভেনেজুয়েলা

ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের চালানো বিমান হামলায় বিশ্বব্যাপী প্রতিক্রিয়া শুরু হয়েছে। লাতিন আমেরিকার কয়েকটি দেশ এই হামলার বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে। তারা একে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও মানবতার জন্য বিপজ্জনক হুমকি বলে অভিহিত করেছে।

কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াস-কানেল হামলাকে ‘বিপজ্জনক উসকানি’ এবং জাতিসংঘ সনদের সরাসরি লঙ্ঘন বলে উল্লেখ করেন। তিনি বলেন, এই হামলা মানবতাকে এমন এক সংকটের দিকে ঠেলে দিচ্ছে যার পরিণতি হতে পারে অপরিবর্তনীয়। এই ধরনের কর্মকাণ্ড শুধু যুদ্ধ নয়, সারা বিশ্বের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি।

চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বরিচ এক পোস্টে লিখেছেন, চিলি এই হামলার নিন্দা জানাচ্ছে। কেবল শক্তি থাকার অর্থ এই নয় যে, আপনি তা ব্যবহার করবেন মানবতার নির্ধারিত নিয়ম লঙ্ঘন করে— এমনকি আপনি যদি মার্কিন যুক্তরাষ্ট্রও হন।  তিনি যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে ‘বেআইনি’ বলে আখ্যায়িত করেন।

মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সংবিধানভিত্তিক পররাষ্ট্রনীতির নীতিমালা ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি আমাদের প্রতিশ্রুতির আলোকে, আমরা অঞ্চলজুড়ে উত্তেজনা প্রশমনের আহ্বান জানাচ্ছি। শান্তিপূর্ণ সহাবস্থানের পুনঃপ্রতিষ্ঠাই এখন সর্বোচ্চ অগ্রাধিকার।

ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল টেলিগ্রামে দেওয়া বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্র সেনাবাহিনী ইসরাইলের অনুরোধে এই বোমা হামলা চালিয়েছে— আমরা এই হামলার দৃঢ় ও পরিষ্কার নিন্দা জানাচ্ছি। তিনি আরও বলেন, আমরা অবিলম্বে সকল ধরণের শত্রুতার অবসান দাবি করছি। এ অঞ্চলের নিরাপত্তা এবং আন্তর্জাতিক আইনের স্বার্থে এটাই একমাত্র যৌক্তিক পথ।

লাতিন আমেরিকার এই প্রতিক্রিয়াগুলো থেকে স্পষ্ট— তারা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ সামরিক পদক্ষেপকে অগ্রহণযোগ্য মনে করছে এবং জাতিসংঘ ও আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল সমাধান চাইছে।

বাংলাদেশ সময়: ১৩:৪৭:৩৪   ১৩১ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


ইসরাইলি সামরিক আইনজীবীরা গাজায় যুদ্ধাপরাধের প্রমাণ সম্পর্কে সতর্ক করেন
নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা তুরস্কের
সরকারি শাটডাউন যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল, ভোগান্তিতে মানুষ
ভারত-পাকিস্তান যুদ্ধ বিধ্বস্ত যুদ্ধবিমানের সংখ্যা ৮: ট্রাম্প
শাটডাউন অব্যাহত থাকলে বিমান চলাচল সীমিত করা হবে: মার্কিন পরিবহনমন্ত্রী
দামেস্কের বিমানঘাঁটিতে সৈন্য মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
সুদানের গৃহযুদ্ধ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে: জাতিসংঘ মহাসচিব
শব্দের চেয়ে তিনগুণ গতিসম্পন্ন পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরির ঘোষণা পুতিনের
গণহত্যার বেলায় শাহরুখ কেন চুপ?
সুদানের আল-ফাশারে গণহত্যার তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ আদালত

Law News24.com News Archive

আর্কাইভ