ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে ‘নির্লজ্জ আগ্রাসন’ হিসেবে অভিহিত করেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে ‘নির্লজ্জ আগ্রাসন’ হিসেবে অভিহিত করেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী
রবিবার, ২২ জুন ২০২৫



ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে ‘নির্লজ্জ আগ্রাসন’ হিসেবে অভিহিত করেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী

গত বৃহস্পতিবার ট্রাম্প জোর দিয়ে বলেছিলেন, ইরান-ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র যোগ দেবে কি না তা দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেয়া হবে। তবে এ সময়সীমা পেরোনোর আগেই অবশেষে ইরানে মার্কিন হামলার দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প। দেশটির এমন আচরণে পর বিবৃতি দিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে হামাস ‘নির্লজ্জ আগ্রাসন’ হিসেবে অভিহিত করেছে।

বিবৃতিতে হামাস বলেছে যে, এই হামলা আন্তর্জাতিক আইনের বিরোধী ও আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতার জন্য সরাসরি হুমকি।

ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইসফাহান পারমাণবিক স্থাপনায় মার্কিন বিমান দিয়ে হামলা চালানো হয়। এ হামলায় ব্যবহৃত বিমানগুলো এখন ইরানের আকাশসীমার বাইরে রয়েছে বলেও জানান তিনি। অভিযান সফল হয়েছে বলে দাবি করেছেন ট্রাম্প।

বিশেষ এই অভিযানের জন্য শুভেচ্ছা জানান মার্কিন সেনাবাহিনীকে। বলেন, শান্তির সময় এসে গেছে। পৃথক পোস্টে দাবি করেন, ধ্বংস হয়ে গেছে ফোর্দো। গত সপ্তাহের শেষে হোয়াইট হাউস জানিয়েছিলো, ইরান-ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র যোগ দেবে কীনা- দু’ সপ্তাহের মধ্যেই নেয়া হবে সেই সিদ্ধান্ত। এ ঘোষণার ৩ দিনের মাথায় ইরানে হামলার দাবি করলেন প্রেসিডেন্ট ট্রাম্প।

বাংলাদেশ সময়: ১৩:৪৫:৩২   ১০৫ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে বিচারপতি সুশিলাকে চায় তরুণরা
কাতারে ইসরাইলি হামলার পর কূটনীতি ধ্বংসস্তূপে
বৃটেনে সফররত ইসরাইলি প্রেসিডেন্টকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ
নেপালের সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রীকে পুড়িয়ে হত্যা
যুদ্ধবিরতির আলোচনার সময় কাতারে হামাসের নেতাদের লক্ষ্য করে হামলা ইসরায়েলের
তহবিল সংকটে বন্ধ হচ্ছে ভারতের ৬০ বছর পুরনো পারসি ম্যাগাজিন
তামিলনাড়ুতে নারীকে গাছে বেঁধে প্রহার, পোশাক খোলার চেষ্টা, ভিডিও ভাইরাল
নাবালক শিক্ষার্থীর সঙ্গে শিক্ষিকার যৌন সম্পর্ক, গ্রেপ্তার
যুক্তরাষ্ট্রের হুন্দাই কারখানা থেকে তিন শতাধিক দক্ষিণ কোরীয় কর্মী গ্রেপ্তার
গাজার মানবিক সংকট নিরসনে অবিলম্বে পদক্ষেপের আহ্বান ৪ হাজার বিজ্ঞানীর

Law News24.com News Archive

আর্কাইভ