
স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র,গুলি,ম্যাগাজিন,চাইনিজ কুড়ালসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হল, সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের নয়ানদিয়া গ্রামের মৃত মেছের মন্ডলের ছেলে মোঃ সাইদুর রহমান সাঈদ(৪৫) ও একই গ্রামের মৃত কাশেম মন্ডলের ছেলে মোঃ সবুজ মন্ডল (৪০)।
শনিবার (১০মে) রাত ৪টার দিকে যৌথবাহিনি অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের নয়ানদিয়া গ্রামের অভিযান পরিচালনা করে আসামীদের বসতবাড়ি থেকে গ্রেফতার করে।
এরপর তাহাদের জিজ্ঞাসাবাদ করিলে ১নং আসামী মোঃ সাইদুর রহমান সাঈদ(৪৫) এর দেখানো মতে নয়নদিয়া গ্রামের মাসুম মেম্বারের বাড়ির পেছনে বাগানের মধ্যে পাটকাঠির গাদার মধ্যে থেকে একটি লোহার তৈরী বিদেশী পিস্তল, একটি লোহার তৈরী ম্যাগাজিনসহ ২ রাউনন্ড এ্যামোনেশন গুলি, একই সাথে ২নং আসামীর দেখানো মতে একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।
ওইসময় পুলিশের এসআই (নিঃ)মোঃ আসাদুজ্জামান উপস্থিত সাক্ষীদের সামনে উক্ত আলামত জব্দতালিকা করে থানায় হাজির করেন।
অতঃপর গ্রেফতার আসামীদের বিরুদ্ধে সদর থানায় ধারা-19A/19(f)/19(a) The Arms Act, 1878; রুজু করা হয়। সেইসাথে তাদেরকে যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭:৪৪:১৩ ১১৭ বার পঠিত