আতিকুল, শহীদুল, জিয়াউলসহ ১৩ আসামি ট্রাইব্যুনালে

প্রথম পাতা » জাতীয় » আতিকুল, শহীদুল, জিয়াউলসহ ১৩ আসামি ট্রাইব্যুনালে
সোমবার, ১২ মে ২০২৫



আতিকুল, শহীদুল, জিয়াউলসহ ১৩ আসামি ট্রাইব্যুনালে

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যা, গণহত্যা এবং ২০১৩ সালে হেফাজতে ইসলামের শাপলা চত্বর কেন্দ্রিক মানবতাবিরোধী অপরাধের একাধিক মামলায় আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ১৩ জন আসামির শুনানি অনুষ্ঠিত হচ্ছে।

আসামিদের মধ্যে রয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র মো. আতিকুল ইসলাম, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানসহ গুরুত্বপূর্ণ পর্যায়ের সাবেক প্রশাসনিক ও রাজনৈতিক ব্যক্তিরা।

এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সাবেক কয়েকজন কর্মকর্তাও রয়েছেন আসামিদের তালিকায়। তারা হলেন—পুলিশের সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম, মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক সহকারী কমিশনার জাবেদ ইকবাল, উত্তরা পূর্ব থানার সাবেক ওসি মো. মুজিবুর রহমান ও কনস্টেবল হোসেন আলী।

আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের নেতারাও রয়েছেন অভিযুক্তদের মধ্যে। তাদের মধ্যে আছেন—উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক মো. শাহিনুর মিয়া, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি মনোয়ার ইসলাম চৌধুরী, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন, উত্তরা ৬ নম্বর সেক্টর আওয়ামী লীগের সভাপতি মো. বশির উদ্দিন এবং ঢাকা মহানগর উত্তর যুবলীগের ১ নম্বর ওয়ার্ড সভাপতি দেলোয়ার হোসেন।

আদালত সূত্রে জানা গেছে, এদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। আজকের শুনানিতে প্রসিকিউশন আনুষ্ঠানিকভাবে চার্জ গঠনের আবেদন করতে পারে বলেও জানা গেছে।

বাংলাদেশ সময়: ২৩:৪৬:৪১   ৯৩ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ
উপদেষ্টা পরিষদে অধ্যাদেশের খসড়া অনুমোদন গুমের শাস্তি মৃত্যুদণ্ড
নোট অব ডিসেন্টের মাধ্যমে ঐকমত্যে পৌঁছানোই সভ্য গণতান্ত্রিক পথ: তারেক রহমান
বিচার বিভাগকে সময়ের সঙ্গে প্রাসঙ্গিক হতে হয়: প্রধান বিচারপতি
সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের নাম ব্যবহার করে প্রতারণা, সতর্ক করলো পুলিশ
হাসিনার বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার সাক্ষ্য শেষ, বাদীর জেরা ১০ নভেম্বর
সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে জামিন দিয়েছেন হাইকোর্ট
সাবেক মন্ত্রী মায়া ও পরিবারের ৮১ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
বিচারপতি খুরশীদ আলম সরকারকে অপসারণ
তিন শতাধিক বিচারককে জেলা জজ হিসেবে পদোন্নতির সিদ্ধান্ত

Law News24.com News Archive

আর্কাইভ