নারায়ণগঞ্জে হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর

প্রথম পাতা » প্রধান সংবাদ » নারায়ণগঞ্জে হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর
বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫



নারায়ণগঞ্জে হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর

জুলাই গণ–অভ্যুত্থানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শ্রমিক সজল মিয়া (২০) হত্যা মামলায় সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ ছাড়া ফতুল্লা থানার হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বুধবার (১৮ জুন) সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মঈনউদ্দিন কাদিরের আদালতে শুনানি শেষে সেলিনা হায়াতের দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগার থেকে ভার্চ্যুয়াল যুক্ত হয়ে শুনানিতে অংশ নেন সেলিনা হায়াৎ।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মোহাম্মদ কাইউম খান বলেন, হত্যা মামলায় আইভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ফতুল্লা মডেল থানার অপর একটি হত্যা চেষ্টা মামলায় আইভীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সেলিনা হায়াতের আইনজীবী আওলাদ হোসেন বলেন, ‘এজাহারে নাম শ্রেণিভুক্ত ছাড়া তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। কে গুলি করেছে, কার নেতৃত্বে গুলি করা হয়েছে—এগুলো এজাহার বলা আছে। শুধু হয়রানি করার জন্য ও প্রতিপক্ষ শত্রুতার কারণে তাকে এই মামলায় জড়ানো হয়েছে। রিমান্ড মঞ্জুর ও জামিন নামঞ্জুর হওয়ায় আমরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছি।’

নিহত সজল সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার হাসান আলী ও রুনা বেগম দম্পতির ছেলে। এ ঘটনায় রুনা বেগম বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, নজরুল ইসলাম বাবু, সেলিনা হায়াৎসহ ৬২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। মামলার এজাহারে সেলিনা হায়াতের নাম ৬ নম্বরে।

গত ৯ মে ভোরে  নারায়ণঞ্জ শহরের দেওভোগের বাড়ি থেকে সেলিনা হায়াৎকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নিয়ে যায় পুলিশ। তাকে গত বছরের ২০ জুলাই পোশাককর্মী মিনারুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। তার বিরুদ্ধে হত্যা, বিস্ফোরকসহ মোট ৬টি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর থেকে সেলিনা হায়াৎ কাশিমপুর মহিলা কারাগারে আছেন।

বাংলাদেশ সময়: ০:৪৬:২০   ১১৫ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


তামিলনাড়ুতে নারীকে গাছে বেঁধে প্রহার, পোশাক খোলার চেষ্টা, ভিডিও ভাইরাল
নাবালক শিক্ষার্থীর সঙ্গে শিক্ষিকার যৌন সম্পর্ক, গ্রেপ্তার
যুক্তরাষ্ট্রের হুন্দাই কারখানা থেকে তিন শতাধিক দক্ষিণ কোরীয় কর্মী গ্রেপ্তার
ঝটিকা মিছিলসহ বেআইনি সমাবেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ
দুদকের জালে সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান এম এ কাশেম
ক্যালেন্ডার মেনে বিসিএস পরীক্ষা আয়োজনের নির্দেশ প্রধান উপদেষ্টার
ট্রাইব্যুনালের তদন্ত দলের কাছে যে লিখিত জবানবন্দি দিয়ে গেছেন বদরুদ্দীন উমর
ববি হাজ্জাজকে হত্যাচেষ্টা: শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা
সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহা নিজ রিসোর্ট থেকে গ্রেফতার
হাটহাজারী মাদরাসাকে অবমাননা করে ফেসবুকে পোস্টকারী আটক, ছাত্রদের বিক্ষোভ-গাড়ি ভাঙচুর

Law News24.com News Archive

আর্কাইভ