
স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ
রাজবাড়ীর পাংশা উপজেলায় পাওনা টাকা না পাওয়ায় শ্বশুরকে গাছের সাথে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে জামাই মো. দাউদ মন্ডল এর বিরুদ্ধে।
এই ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগ ম্যাধ্যামে ভাইরাল হয়েছে।
বৃহস্পতিবার (১৯জুন) ঘটনাটি ঘটেছে জেলার পাংশা উপজেলার যশাই ইউনিয়নের সমসপুর গ্রামে ।
এ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শ্বশুর সাইদুল প্রামানিকে উদ্ধার করে। সেই সাথে জামাই মো. দাউদ মন্ডলসহ তিনজনকে আটক করে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন- মো. মিজান মন্ডল ও তাঁর দুই ছেলে মো. দাউদ মন্ডল ও মো. নাজমুল মন্ডল।
জানাগেছে,
শ্বশুর ও জামাতা দাউদ মন্ডলের বাড়ি একই গ্রামে। জমি লিজ দেওয়ার কথা বলে জামাতা দাউদ মন্ডলের কাছ থেকে এক লাখ টাকা নিয়েছিলেন শ্বশুর সাইদুল প্রামানিক।
পরে জমি ও টাকা সময় মত ফেরত না দিতে পারায় ক্ষুদ্ধ হয়ে জামাই শ্বশুরকে গাছের সাথে বেঁধে রাখেন।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ সাইদুল প্রামানিককে উদ্ধার করেছে। সেই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জামাতাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ সময়: ১১:২৩:৪১ ৮২ বার পঠিত