গাজামুখী ত্রাণবাহী জাহাজে সশস্ত্র ড্রোনের হামলা

প্রথম পাতা » আন্তর্জাতিক » গাজামুখী ত্রাণবাহী জাহাজে সশস্ত্র ড্রোনের হামলা
শনিবার, ৩ মে ২০২৫



গাজামুখী ত্রাণবাহী জাহাজে সশস্ত্র ড্রোনের হামলা

মানবিক সহায়তা বোঝাই গাজা অভিমুখী একটি জাহাজে সশস্ত্র ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। এতে জাহাজটি বিকল হয়ে গেছে। মাল্টা উপকূলে আন্তর্জাতিক জলসীমায় এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে অনলাইন দ্য গার্ডিয়ান। এতে বলা হয়, শুক্রবার এক বিবৃতিতে ওই হামলার জন্য ইসরাইলকে দায়ী করেছে মানবিক সহায়তা আয়োজনকারী সংগঠন ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি)। বলেছে, নিরস্ত্র বেসামরিক জাহাজটির সম্মুখভাগে সশস্ত্র ড্রোন দিয়ে দুইবার হামলা চালানো হয়েছে। এতে জাহাজটিতে আগুন ধরে যায় এবং এর কাঠামোয় বড় ধরনের ফাটল দেখা দেয়। যদিও এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইসরাইল।

শুক্রবার ভোরে জাহাজের জেনারেটর লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। গাজাবাসীর জন্য মানবিক সহায়তা নিয়ে গাজার দিকে যাওয়ার পথে মাল্টা উপকূল থেকে ১৪ নটিক্যাল মাইল (২৫ কিলোমিটার) দূরে হামলার শিকার হয় জাহাজটি। জেনারেটর লক্ষ্য করে হামলা চালানোয় জাহাজটি পুরোপুরি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং ডুবে যাওয়ার ঝুঁকিতে পড়ে। মাল্টা সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, জাহাজে ১২ জন নাবিক ও ৪ জন বেসামরিক নাগরিক ছিলেন। তারা সবাই সুস্থ আছেন বলে জানানো হয়েছে। অন্যদিকে এফএফসি জানিয়েছে, জাহাজটিতে মোট ২১টি দেশের অধিকারকর্মীরা ছিলেন। ইসরাইলের অবৈধভাবে গাজা অবরোধ করে সেখানে হত্যাযজ্ঞ চালানোর প্রতিবাদ এবং গাজাবাসীর জীবন রক্ষার জন্য জরুরি প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেয়ার লক্ষ্যে যাত্রা করেছিলেন তারা। প্রসঙ্গত, মার্চের মাঝামাঝিতে একতরফাভাবে যুদ্ধবিরতির চুক্তি ভঙ্গ করে গাজায় হামলা শুরু করেছে ইসরাইল। এই দফার হামলায় অন্তত ২ হাজার ৩২৬ জন নিহত হয়েছেন। এতে গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে ৫২ হাজার ৪১৮ জনে পৌঁছেছে।

বাংলাদেশ সময়: ১:৫৩:৩৮   ১২২ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


অপারেশন সিঁদুর নিয়ে ভারতের নতুন তথ্য ৫০টিরও কম অস্ত্র ব্যবহার করেই সংঘাতের অবসান
ইসরাইলের জন্য আকাশ সীমা বন্ধ করলো তুরস্ক
কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২১, ট্রাম্প বললেন ‘অবাক হইনি’
ইসরাইলের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রতিবাদ, মাইক্রোসফটের ৪ কর্মী বরখাস্ত
অস্ত্র প্রদর্শনীতে ইসরাইলি কর্মকর্তাদের নিষিদ্ধ করলো বৃটেন
গাজা শহরে হামলা শুরুর ঘোষণা ইসরাইলের
গাজার জেইতুনের সকল ভবন ধ্বংস করেছে ইসরাইল
জাপানের এক শহরে দিনে ২ ঘণ্টা মোবাইল ব্যবহারের প্রস্তাব
ক্ষেপণাস্ত্র প্রতিযোগিতায় পাকিস্তান নয়, ভারতের মূল টার্গেট চীন
ফোর্টিফাই রাইটসের বিবৃতি হাসিনার আমলে জোরপূর্বক গুমের জবাবদিহিতা অবশ্যই নিশ্চিত করতে হবে

Law News24.com News Archive

আর্কাইভ