
ভারত-পাকিস্তান যুদ্ধের জন্য রণপ্রস্তুতি নিয়েছে। পেহেলগাম হামলার পর দুই দেশের মধ্যে এমন পরিস্থিতি বিরাজ করছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার সেনাবাহিনীকে হামলা চালানোর জন্য পূর্ণ স্বাধীনতা দেয়ার পর থেকে এই উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, সামান্য একটি ছোট্ট ভুলে শুরু হয়ে যেতে পারে পূর্ণাঙ্গ যুদ্ধ। এ জন্য জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সহ অনেক বিশ্বনেতা উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন। এই পরিস্থিতিতে আজ সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদ রুদ্ধদ্বার বৈঠক করবে। এতে প্রেসিডেন্সিতে থাকবে গ্রিস।
ইসলামাবাদের ‘রুদ্ধদ্বার আলোচনা’ করার অনুরোধের প্রেক্ষিতে স্থানীয় সময় আজ বিকালে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এতে বলা হয়, রোববার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা পেহেলগাম হামলার পর সিন্ধু নদের পানি চুক্তি স্থগিত করা সহ বিভিন্ন ইস্যুতে আঞ্চলিক প্রেক্ষাপট জাতিসংঘের কাছে তুলে ধরবে এ বৈঠকে। ১৫ সদস্যের জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পাকিস্তান। এই পরিষদে ভেটো দেয়ার ক্ষমতা রাখে ৫টি স্থায়ী সদস্যদেশ। তারা হলো- চীন, ফ্রান্স, রাশিয়া, বৃটেন ও যুক্তরাষ্ট্র। অস্থায়ী সদস্য আছে ১০টি। তারা হলো- আলজেরিয়া, ডেনমার্ক, গ্রিস, গায়েনা, পাকিস্তান, পানামা, দক্ষিণ কোরিয়া, সিয়েরা লিওন, স্লোভেনিয়া ও সোমালিয়া। মে মাসে এই পরিষদের প্রেসিডেন্সির দায়িত্ব পায় গ্রিস। এর আগে পেহেলগাম হামলা ও ভারত-পাকিস্তান উত্তেজনার বিষয়ে জাতিসংঘে গ্রিসের স্থায়ী প্রতিনিধি ইভাঞ্জেলোস সেকেরিস বলেছেন, এটা হলো নীতিগত বিষয়। যেকোনো রকম সন্ত্রাস, তা সে যেখানেই ঘটুক না কেন- আমরা তার নিন্দা জানাই। অন্যদিকে ভারত-পাকিস্তানের এই উত্তেজনায় আমরা উদ্বিগ্ন।
উল্লেখ্য, পেহেলগাম হামলার পর আন্তঃসীমান্ত সন্ত্রাসের অভিযোগে পাকিস্তানকে দায়ী করছে ভারত। এ জন্য তারা বিশ্বব্যাংকের মধ্যস্থতায় সিন্ধু নদের পানি চুক্তি স্থগিত করেছে।
বাংলাদেশ সময়: ১০:৩৯:০৯ ৪০ বার পঠিত