
স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় রাজবাড়ীর সাবেক মেয়র মোঃ আলমগীর শেখ তিতুর (৪৪) জামিন নামঞ্জুর করেছে আদালত।
বৃহস্পতিবার(২৬সেপ্টেম্বর) রাজবাড়ীর ১ নম্বর আমলি আদালতে সাবেক মেয়র আলমগীর শেখ তিতুর জামিনের আবেদন করলে
বিচারক সুমন হোসেন তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জানাগেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে গত ৩০ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী রাজিব মোল্লা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি কাজী কেরামত আলী এবং সাবেক মেয়র আলমগীর শেখ তিতুসহ ১৭০ জনের নাম উল্লেখ করে একটি মামলা করে। এছাড়া এ মামলায় অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করা হয়।
ওই মামলায় বুধবার রাতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কেরানীগঞ্জের ধলেশ্বরী টোলপ্লাজা এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-১০।
বাংলাদেশ সময়: ১৪:৪০:০৫ ১০৬ বার পঠিত