শেখ হাসিনা-জয়ের বিরুদ্ধে দুদকের রেড অ্যালার্ট

প্রথম পাতা » জাতীয় » শেখ হাসিনা-জয়ের বিরুদ্ধে দুদকের রেড অ্যালার্ট
শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫



শেখ হাসিনা-জয়ের বিরুদ্ধে দুদকের রেড অ্যালার্ট

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার প্লট জালিয়াতিসংক্রান্ত মামলার তদন্ত কর্মকর্তারা পুলিশ সদর দপ্তরে পাঠানো এক চিঠি তাদের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির অনুরোধ জানান। চিঠিতে উল্লেখ করা হয়েছে, আসামিদের অবস্থান চিহ্নিত করে দেশে ফিরিয়ে আনা এবং ন্যায় বিচারের স্বার্থে আইনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।

দুদক জানায়, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) বিভিন্ন প্রকল্পে প্লট বরাদ্দ ও অনুমোদনের সময় অনিয়ম ও অবৈধ লেনদেনের মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। নির্দিষ্ট ব্যক্তিদের সুবিধা দেওয়ার জন্য নিয়মনীতি লঙ্ঘন করে এতে সরকারি বিপুল অর্থের ক্ষতি হয়েছে। শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, বোন শেখ রেহানা এবং বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকসহ অন্যান্য ব্যক্তিরা এই জালিয়াতিতে জড়িত ছিলেন। অভিযোগের মধ্যে রয়েছে, প্লট বরাদ্দের সময় স্বার্থসংশ্লিষ্ট নিয়ম লঙ্ঘন এবং সরকারি সম্পদের অবৈধ ব্যবহার।

এদিকে, তৃতীয় দিনের মতো প্লট জালিয়াতির মামলার সাক্ষ্যগ্রহণ করছেন আদালত। তিনটি পৃথক মামলায় আদালতে সাক্ষ্যগ্রহণ চলছে। যেখানে শেখ হাসিনা, তার বোন ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য আসামিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

১২, ১৩ ও ১৪ জানুয়ারি নিজের এবং স্বজনদের নামে ১০ কাঠা করে ৬০ কাঠা প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে শেখ হাসিনাসহ ২৮ জনের বিরুদ্ধে ৬টি মামলা করে দুদক। এরপর ২৫ মার্চ তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে সংস্থাটি। অভিযোগপত্রে শেখ হাসিনাসহ ২৮ জনকে পলাতক দেখানো হয়।

প্লট বরাদ্দে দুর্নীতি-হাসিনা রেহানা-টিউলিপ-আজমিনার বিরুদ্ধে আরও ৫ জনের সাক্ষ্য : রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা, রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক রূপন্তীসহ অন্য আসামিদের বিরুদ্ধে পৃথক তিন মামলায় তৃতীয় দিনে আরও ৫ জনের সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. রবিউল আলমের আদালতে এসব সাক্ষী সাক্ষ্য দেন। তাদের সাক্ষ্যগ্রহণ শেষে ২১ সেপ্টেম্বর পরবর্তী তারিখ ধার্য করেন আদালত। এদিকে, এসব মামলায় আসামিরা পলাতক থাকায় সাক্ষীদের জেরা করা হয়নি।

সাক্ষীরা হলেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অফিস সহকারী দেলোয়ার হোসেন, কর সার্কেল প্রধান সহকারী মোহাম্মদ লুৎফর রহমান, কর সার্কেলের কম্পিউটার অপারেটর মো. রেজাউল হক ও কর সার্কেল নোটিশ সার্ভার মো. আবু তাহের। দুদক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম এ তথ্য নিশ্চিত করেন।

৩১ জুলাই এসব মামলায় চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। চার্জ গঠন শুনানির সময়ে আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। পৃথক তিন মামলায় শেখ রেহানা, টিউলিপসহ ১৭ জন, শেখ হাসিনা, আজমিনা, রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, শেখ হাসিনাসহ ১৮ এবং হাসিনা ববিসহ ১৮ জনকে আসামি করা হয়েছে। প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে জানুয়ারিতে পৃথক ৬ মামলা করে দুদক। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ (পুতুল), বোন শেখ রেহানা, রেহানার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও অপর মেয়ে আজমিনা সিদ্দিকসহ আরও অনেককে আসামি করা হয়।

বাংলাদেশ সময়: ২৩:২৯:৫৭   ৩ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


দুবাইয়ে ১২শ কোটি টাকা পাচার সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের বিরুদ্ধে সিআইডির মামলা
শেখ হাসিনা-জয়ের বিরুদ্ধে দুদকের রেড অ্যালার্ট
তারেক রহমান দেশে ফেরার তথ্য জানালে উদ্যোগ নেবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা
জি এম কাদের ও তার স্ত্রীকে দেশত্যাগে নিষেধাজ্ঞা
শেখ হাসিনার মামলায় রাজসাক্ষী মামুনের জেরা শুরু
১০ বিচারকের বদলির আদেশ
কারাগার থেকে ভার্চুয়ালি হাজিরা দিলেন সাবেক ৯ মন্ত্রীসহ ২৪ আসামি
কাকরাইলে সংঘর্ষ নিয়ে সেনাবাহিনীর ব্যাখ্যা
নুরুল হকের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা
হাসিনার তত্ত্বাবধায়ক সরকার চাওয়া, ভূতের মুখে রাম নাম : অ্যাটর্নি জেনারেল

Law News24.com News Archive

আর্কাইভ