নোয়াখালীর মাইজদীতে মাদক বিরোধী অভিযানে মা-ছেলেসহ গ্রেফতার ৩

প্রথম পাতা » সারাদেশ » নোয়াখালীর মাইজদীতে মাদক বিরোধী অভিযানে মা-ছেলেসহ গ্রেফতার ৩
শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩



---

নোয়াখালীর মাইজদীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে সাবেকুন নাহার (৫১), সৈয়দ হোসেন (২১) ও মো. রকি (২১) নামের তিনজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ সময় তাদের কাছ ১৯০০ ইয়াবা ও সঙ্গে থাকা তিনটি মোবাইল জব্দ করা হয়েছে। গ্রেফতার সাবেকুন নাহার ও সৈয়দ হোসেন মা ও ছেলে।

শুক্রবার (১ সেপ্টেম্বর) দুপুরে ইয়াবাগুলো জব্দ করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মো. আবদুল হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন— কক্সবাজারের রামু উপজেলার খুনিয়া পালুং পশ্চিম পাড়া গ্রামের রহিম উল্যার স্ত্রী সাবেকুন নাহার, তার ছেলে সৈয়দ হোসেন ও কুমিল্লা জেলার কোতয়ালি থানার আশোকতলা এলাকার রকি।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত ফেনী, কুমিল্লা ও নোয়াখালীর মাইজদী হাসপাতাল সড়কে অভিযান চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। অভিযানে তিনজনকে গ্রেফতার করা হয়। পরে সাবেকুন নাহার ও সৈয়দ হোসেনের পেট থেকে ৩৮টি পলি প্যাকেট থেকে মোট ১৯০০ ইয়াবা জব্দ করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মো. আবদুল হামিদ বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পেয়ে কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে আসার পথে এ মাদক তিনজন কারবারিদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১:২৬:৫৪   ২৩৮ বার পঠিত   #  #  #




সারাদেশ’র আরও খবর


রাজবাড়ীতে ডিবি’র অভিযানে একাধিক মামলার আসামি গ্রেফতার
বিতর্কিত নুরা পাগলের কবর নিয়ে রাজবাড়ীতে জেলা ইমান-আকিদা রক্ষা কমিটির সংবাদ সম্মেলন
কিশোরগঞ্জে রোগীকে লাথি মারলেন জরুরি বিভাগের চিকিৎসক!
লালমোহনে চুরি করতে গিয়ে দেখে ফেলায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যা
বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে আনন্দ র‍্যালি
রাজবাড়ীর গোয়ালন্দে র‌্যাবের অভিযানে ক্লুলেস গৃহবধূ হত্যার আসামী গ্রেপ্তার
রাজবাড়ী’র ডিসি ও এসপি’র সাথে জেলা পুজা উদযাপন ফ্রন্ট এর মতবিনিময়
ভোলার দৌলতখানে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু।
রাজবাড়ীতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মান্নান গ্রেফতার
রাজবাড়ীতে মায়ের সাথে অভিমান করে মাদরাসা ছাত্রীর আত্মহত্যা

Law News24.com News Archive

আর্কাইভ