কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাবের চার সাংবাদিক পেলেন বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড

প্রথম পাতা » সারাদেশ » কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাবের চার সাংবাদিক পেলেন বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড
রবিবার, ২ নভেম্বর ২০২৫



---

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাবের বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেয়েছেন জেলা পর্যায়ে কর্মরত চার সাংবাদিক। তারা হলেন- সংবাদপত্র ক্যাটাগরিতে সাজন আহম্মেদ পাপন (আজকের পত্রিকা), অনলাইন ক্যাটাগরিতে তাসলিমা আক্তার মিতু (খবরের কাগজ), মাল্টিমিডিয়া ক্যাটাগরিতে রাকিবুল হাসান রোকেল (ডিবিসি নিউজ) এবং টেলিভিশন ক্যাটাগরিতে রুমন চক্রবর্তী (একুশে টেলিভিশন)। গত শনিবার রাতে শহরের শেফরন ডিলাইট হল রুমে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ডের ক্রেস্ট ও আর্থিক সম্মাননা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি সভাপতি মো. শরীফুল আলম।

কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাবের ১ম বর্ষপূর্তি উপলক্ষে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি আশরাফুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম ও জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মো. রমজান আলী। সংগঠনের সাধারণ সম্পাদক মো. আল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. মজিবর রহমান, উপাধ্যক্ষ ডাঃ মোঃ একরাম আহসান জুয়েল,  হয়বতনগর এ ইউ কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আজিজুল হক, শোলাকিয়া ঈদগাহ ময়দানের গ্র্যান্ড ইমাম মুফতি আবুল খায়ের মুহাম্মদ ছাইফুল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা প্রভাষক আলমগীর হোসাইন তালুকদার, গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ, প্রবীণ সাংবাদিক মু, আ, লতিফ, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এ.কে. নাছিম খান, সিনিয়র সাংবাদিক এটিএম নিজাম, সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল, কিশোরগঞ্জ-৪ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এডভোকেট মো. রোকন রেজা শেখ, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির সহকারী প্রক্টর ডা. এরশাদ আহসান সোহেল, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কিশোরগঞ্জের সাধারণ সম্পাদক ডা. এস.কে.এম. নাজমুল হাসান, কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, সিনিয়র সাংবাদিক সাইফউদ্দীন আহমেদ লেনিন, মনিরুজ্জামান খান চৌধুরী সোহেল ও বিজয় রায় খোকা, ঈশাখাঁ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান মো. বদরুল হুদা সোহেল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হযরত আলী অভি চৌধুরী, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ইকরাম হোসাইন প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়া কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি শফিক আদনান স্বাগত বক্তব্য এবং সহ-সভাপতি আলী রেজা সুমন ও সম্মানসূচক সদস্য মো. জাকারিয়া শুভেচ্ছা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমে জেলায় কর্মরত সাংবাদিক, রাজনীতিক, সুশীল সমাজের প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:১৪:৫৬   ৭১ বার পঠিত  




সারাদেশ’র আরও খবর


চট্টগ্রামে গণসংযোগে গুলি একজনের মৃত্যু, বিএনপির প্রার্থী এরশাদউল্ল্যাহ গুলিবিদ্ধ
কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাবের চার সাংবাদিক পেলেন বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড
যুবশক্তি ব্লাড ডোনেশনের ৪র্থ বর্ষপূর্তি: স্বেচ্ছাসেবী মিলন মেলা ও সম্মাননা অনুষ্ঠিত
চট্টগ্রাম চেম্বারের নির্বাচন স্থগিত করলেন আদালত
রাজবাড়ীর জন্মান্ধ গফুর মল্লিকের হাতে আর্থিক সহায়তা প্রদান
গাজীপুরের পৌর মেয়রসহ আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
উপসহকারী কৃষি কর্মকর্তাকে হুমকি-গালিগালাজ: আলমডাঙ্গার চেয়ারম্যান বিপুল-এর বিচার দাবিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ডিকেআইবি চুয়াডাঙ্গা জেলার।
গরু চুরির মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা কারাগারে
ভোলার লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মুঠোফোনে সাংবাদিককে পুলিশ পরিচয়ে প্রাণ নাশের হুমকি

Law News24.com News Archive

আর্কাইভ