গরু চুরির মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা কারাগারে

প্রথম পাতা » সারাদেশ » গরু চুরির মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা কারাগারে
শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫



গরু চুরির মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা কারাগারে

ফেনীতে গরু চুরির মামলায় দাগনভূঞা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলাউদ্দিনকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে দাগনভূঞা ও কোম্পানীগঞ্জ থানায় চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ বুধবার (২২ অক্টোবর) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। দাগনভূঞা থানার ওসি মোহাম্মদ ওয়াহিদ পারভেজ এসব তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার আলাউদ্দিন পৌর এলাকার উত্তর শ্রীধরপুর এলাকার মজিবুল হকের ছেলে। তিনি দাগনভূঞা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের দায়িত্বে আছেন।

জানা গেছে, গত ৫ অক্টোবর গভীর রাতে দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের সিলোনিয়া খুশিপুর এলাকায় দুই বাড়ি থেকে ছয়টি গরু চুরি করে নিয়ে যায় চোরচক্র। এ ঘটনায় সর্বশেষ মঙ্গলবার দিবাগত রাতে পৌর এলাকার উত্তর শ্রীধরপুর এলাকা থেকে পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আলাউদ্দিনের স্ত্রী শিরিন আক্তার বলেন, আমার স্বামীকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। তিনি বিগত আওয়ামী সরকারের সময়ে ভিন্ন মতের রাজনীতি করার কারণে বেশ কয়েকটি মামলার আসামি হয়েছিল। ওই মামলাগুলোতে জামিনে আছে। বর্তমানে নিজ দলের কেউ প্রতিহিংসা করে তাকে ষড়যন্ত্রমূলক গরু চুরির মামলায় ফাঁসিয়েছে।

দাগনভূঞা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন বলেন, যদি এ ঘটনা সত্য হয় তাহলে তা দলের জন্য বিব্রতকর। ঘটনার সঙ্গে প্রকৃতপক্ষে যদি তিনি জড়িত থাকে অবশ্যই তার বিচার হোক। আইন সবার জন্য সমান। এ বিষয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতাদের অবহিত করা হবে।

দাগনভূঞা থানার ওসি মোহাম্মদ ওয়াহিদ পারভেজ বলেন, গরু চুরির মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে দাগনভূঞা ও কোম্পানীগঞ্জ থানায় চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ২:২৯:৪৩   ২৯ বার পঠিত  




সারাদেশ’র আরও খবর


চট্টগ্রামে গণসংযোগে গুলি একজনের মৃত্যু, বিএনপির প্রার্থী এরশাদউল্ল্যাহ গুলিবিদ্ধ
কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাবের চার সাংবাদিক পেলেন বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড
যুবশক্তি ব্লাড ডোনেশনের ৪র্থ বর্ষপূর্তি: স্বেচ্ছাসেবী মিলন মেলা ও সম্মাননা অনুষ্ঠিত
চট্টগ্রাম চেম্বারের নির্বাচন স্থগিত করলেন আদালত
রাজবাড়ীর জন্মান্ধ গফুর মল্লিকের হাতে আর্থিক সহায়তা প্রদান
গাজীপুরের পৌর মেয়রসহ আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
উপসহকারী কৃষি কর্মকর্তাকে হুমকি-গালিগালাজ: আলমডাঙ্গার চেয়ারম্যান বিপুল-এর বিচার দাবিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ডিকেআইবি চুয়াডাঙ্গা জেলার।
গরু চুরির মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা কারাগারে
ভোলার লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মুঠোফোনে সাংবাদিককে পুলিশ পরিচয়ে প্রাণ নাশের হুমকি

Law News24.com News Archive

আর্কাইভ