বিএনপি স্বাধীন গণমাধ্যম তৈরি করতে চায়: মির্জা ফখরুল

প্রথম পাতা » রাজধানী » বিএনপি স্বাধীন গণমাধ্যম তৈরি করতে চায়: মির্জা ফখরুল
সোমবার, ২৪ নভেম্বর ২০২৫



বিএনপি স্বাধীন গণমাধ্যম তৈরি করতে চায়: মির্জা ফখরুল

বিএনপি স্বাধীন গণমাধ্যম তৈরি করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনকে অগ্রাধিকার ভিত্তিতে দেখা হবে। পাশাপাশি  বিএনপি স্বাধীন গণমাধ্যম দেখতে ও তৈরি করতে চায় বলে জানিয়েছেন তিনি। সোমবার দুপুরে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) আয়োজিত রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা আলমগীর বলেন, ‘আমাদের কমিটমেন্ট খুব পরিষ্কার। আমরা ৩১ দফায় খুব পরিষ্কার করেই বলেছি যে আমরা একটা স্বাধীন গণমাধ্যম দেখতে চাই এবং আমরা সেটাকে তৈরি করতে চাই। তিনি আরও বলেন, ক্ষমতায় গেলে গণমাধ্যম সংস্কারে কমিশন করার পরিকল্পনা ছিল বিএনপির। ইতিমধ্যে সেই কমিশন করা হয়েছে। তবে কমিশনের প্রতিবেদন তৈরি হলেও সেটি নিয়ে পরবর্তীকালে কোনো আলোচনা হয়নি। বিএনপি সরকার গঠন করতে পারলে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনকে অগ্রাধিকার ভিত্তিতে দেখা হবে বলে জানান তিনি।

সংস্কার বাস্তবায়নের প্রয়োজনীয়তার বিষয়ে তিনি বলেন, সংস্কার হৃদয়ে ধারণ না করলে, মনের মধ্যে না নিলে পরিবর্তন সম্ভব নয়। ১৯৭৫ সালে বাকশালের সময় দেশের সব পত্রিকা বন্ধ করে দেয়া হয়েছিল এবং শুধু সরকারের নিয়ন্ত্রণাধীন চারটি পত্রিকা চলেছিল। জিয়াউর রহমান ক্ষমতায় এসে মুক্ত ও স্বাধীন সংবাদপত্রের ব্যবস্থা করেন। পরবর্তীকালে বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে গণমাধ্যমের উন্নয়নে নানা পদক্ষেপ নেয়। বিএনপি যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে, তখনই গণমাধ্যমকে উন্নত বা উপযোগী করে তোলার জন্য অনেক ব্যবস্থা নিয়েছিল।

সাংবাদিকদের মধ্যে বিভাজন প্রসঙ্গে তিনি বলেন, সাংবাদিকদের অনেকগুলো ইউনিয়ন আছে। আবার দুই দলের দুই ভাগ, তিনভাগ আছে। তারা নিজেরাই দলীয় হয়ে যাচ্ছে। রাজনৈতিক দলগুলো কাউকে পকেটে নিতে চায় না। কিন্তু তারা যদি পকেটে ঢুকে যায়, সেটা বড় সমস্যা। গত ১৫ বছর অনেক সাংবাদিক নিজেরা উদ্যোগী হয়ে ফ্যাসিবাদকে সমর্থন করেছেন উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সাংবাদিকদেরও অঙ্গীকারের প্রয়োজন আছে, তারা সেই জায়গা থেকে নিজেরা বাইরে থাকবেন এবং স্বাধীন সাংবাদিকতা করবেন। এসময় বিজেসির নির্বাহী মিলটন আনোয়ার মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

বিজেসির আট দফা প্রস্তাবের মধ্যে রয়েছে- সম্প্রচার মাধ্যমের জন্য আলাদা আইন প্রণয়ন, একটি স্বাধীন জাতীয় সম্প্রচার কমিশন গঠন, টিভি চ্যানেলগুলোকে পে-চ্যানেল ঘোষণা করা ও সম্প্রচারমাধ্যমকে শিল্প ঘোষণা এবং সম্প্রচার সাংবাদিকদের জন্য জবাবদিহিমূলক ‘কোড অব এথিকস’ প্রণয়ন; টিভি লাইসেন্স নীতিমালা ও মালিকানার ধরন নির্ধারণ, পরিচালনা পর্ষদে কর্মীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং দলীয় প্রভাবমুক্ত ইউনিয়ন প্রতিষ্ঠার মতো কাঠামোগত সংস্কার, স্বাধীন অ্যাক্রেডিটেশন কর্তৃপক্ষ এবং ডিজিটাল মাধ্যমে সাংবাদিকতার নীতিমালার প্রণয়ন ইত্যাদি।সভাটির সভাপতিত্ব করেন বিজেসির চেয়ারম্যান রেজোয়ানুল হক এবং সঞ্চালনা করেন সদস্য সচিব ইলিয়াস হোসেন। মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনসহ প্রমুখ। এছাড়া গণমাধ্যমের উন্নয়নে কাজ করা দেশি-বিদেশি বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ২৩:৪৬:৫১   ৪৮ বার পঠিত  




রাজধানী’র আরও খবর


জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ আটক
‘বাণিজ্যিক আদালত দেশের অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে’
বাদী–সাক্ষীরা একটি রাজনৈতিক দলের কর্মী, যথাসময়ে আইনি পদক্ষেপ নেব: শিশির মনির
শাহজাহান খানের মেয়ে ঐশী ও শাওনের স্ত্রী ফারজানা চৌধুরীর বিরুদ্ধে দুদকের মামলা
বিটিআরসির সাবেক তিন চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা
২৪ ঘণ্টার মধ্যে আইজিপিকে অপসারণে আইনি নোটিশ
ধানমন্ডি ৩২–এ ফুল দিতে গিয়ে মারধরের শিকার সেই রিকশাচালককে অব্যাহতির সুপারিশ
গণঅভ্যুত্থানে নিহত অজ্ঞাত পরিচয়দের শনাক্ত করতে লাশ উত্তোলনের প্রস্তুতি
জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি আলী হোসাইন মহাসচিব মোস্তাফিজুর
হাসিনা-রেহানা-টিউলিপের রায়ে দুদকের অসন্তোষ

Law News24.com News Archive

আর্কাইভ