আশরাফুলকে হত্যার পর ‘২৪ ঘণ্টার বেশি’ লাশ নিয়ে পরিকল্পনা করেন জারেজুল ও শামীমা

প্রথম পাতা » অপরাধ » আশরাফুলকে হত্যার পর ‘২৪ ঘণ্টার বেশি’ লাশ নিয়ে পরিকল্পনা করেন জারেজুল ও শামীমা
শনিবার, ১৫ নভেম্বর ২০২৫



আশরাফুলকে হত্যার পর ‘২৪ ঘণ্টার বেশি’ লাশ নিয়ে পরিকল্পনা করেন জারেজুল ও শামীমা

হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠের কাছে ড্রাম থেকে ব্যবসায়ী আশরাফুল হকের ২৬ টুকরো লাশ উদ্ধারের ঘটনায় এবার নতুন তথ্য উদঘাটন করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবি বলছে, আশরাফুলকে হত্যার পর লাশের সঙ্গে একই বাসায় অন্তত ‘২৪ ঘণ্টার বেশি’ লাশ কী করবেন তা নিয়ে পরিকল্পনা করেন জারেজুল ইসলাম ও শামীমা। একপর্যায়ে দুজনে সিদ্ধান্ত নেন, লাশ টুকরো করে ড্রামের মধ্যে নিয়ে কোথাও ফেলে দিয়ে আসবেন। এমনভাবে কাজটি করবেন যেন কেউ বুঝতে না পারে। সে অনুযায়ী দা দিয়ে লাশ ২৬ টুকরো করে ড্রামে ভরে হাইকোর্টের সামনে ফেলে যায়।

গ্রেপ্তার হওয়ার পর আসামি জারেজুল ডিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমনটি জানিয়েছেন বলে গণমাধ্যমকে ডিবির একটি সূত্র নিশ্চিত করেছে।

আজ শুক্রবার কুমিল্লার দাউদকান্দি থেকে বন্ধু আশরাফুল হত্যায় জড়িত জারেজুলকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবির যুগ্ম কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‌‘পরকীয়ার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। জারেজুলকে ডিবি কার্যালয় আনা হয়েছে।’

অন্যদিকে র‌্যাব-৩ জানায়, ব্যবসায়ী আশরাফুল হককে হত্যা মামলায় জারেজুলের প্রেমিকা শামীমা বিভিন্ন আলামতসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন।

এর আগে বৃহস্পতিবার হাইকোর্টের সামনে থেকে ড্রামের মধ্যে আশরাফুলের ২৬ টুকরো লাশ উদ্ধার করে পুলিশ।

জানা যায়, নিহত ব্যবসায়ী আশরাফুল এবং মালায়েশিয়া প্রবাসী জারেজুল বাল্যবন্ধু। তাদের বাড়ি একই এলাকায়, রংপুরে। বছর তিনেক আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুমিল্লার এক প্রবাসীর স্ত্রী শামীমার সঙ্গে জারেজুলের পরিচয় হয়। শামীমা দুই সন্তান নিয়ে কুমিল্লায় বাস করেন। এক পর্যায়ে জারেজুল ও শামীমা বিবাহিবহির্ভূত সম্পর্কে জড়ান। জারেজুল মাঝে মধ্যেই মালয়েশিয়া থেকে দেশে আসতেন এবং শামীমার সঙ্গে দেখা করতেন। এই সম্পর্কের কথা জারেজুল তার বন্ধু আশরাফুলকে জানিয়েছিলেন। একসময় জারেজুলের কাছ থেকে আশরাফুল শামীমার ফোন নম্বর নেন। তিনিও শামীমার সঙ্গে যোগাযোগ করেন। এক পর্যায়ে দুজনের সম্পর্ক হয়।

ডিবির দায়িত্বশীল এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, গত ২৩ অক্টোবর জারেজুল মালয়েশিয়া থেকে দেশে আসেন। এরপর রাজধানীর দক্ষিণ দনিয়া এলাকায় একটি বাসা ভাড়া নেন। ওই বাসায় শামীমাকে নিয়ে ওঠেন। জারেজুলের সঙ্গে ওই বাসায় আসেন আশরাফুল। তখন জারেজুল জানতে পারেন, শামীমার সঙ্গে আশরাফুল সম্পর্কে জড়িয়েছেন। এ নিয়ে দুই বন্ধুর মধ্যে দ্বন্দ্ব হয়। এ ঘটনার জেরে মঙ্গলবার রাত থেকে বুধবার সকালের মধ্যে ওই বাসায় আশরাফুলকে হত্যা করা হয়। লাশ নিয়ে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ছিলেন জারেজুল ও শামীমা। এ সময় বাইরে থেকে জারেজুল খাবার কিনে নিয়ে আসতেন, তারপর তিনি ও শামীমা খেতেন।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সকালে লাশ বাথরুমে নিয়ে ২৬ টুকরো করেন জারেজুল ও শামীমা। এরপর লাশের টুকরো দুটি ড্রামের ভেতর রাখা হয়। পরে সিএনজিচালিত অটোরিকশায় ওই ড্রাম নিয়ে তারা রাজধানীতে ঘুরতে থাকেন। এক পর্যায়ে হাইকোর্টের সামনে সেটি ফেলে যান।

বাংলাদেশ সময়: ১৬:৩৮:১২   ৪৭ বার পঠিত  




অপরাধ’র আরও খবর


অনলাইন বিনিয়োগের ফাঁদে ফেলে কোটি টাকা আত্মসাৎ, যুবক গ্রেপ্তার
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে অচেতন করে সংঘবদ্ধ ধর্ষণ
কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে যুবক খুন, যাত্রাবাড়ীতে আহত ১
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে অটোরিকশা চালক নিহত
আইটি ব্যবসার আড়ালে অনলাইনে অর্ডার নিয়ে সিসার কারবার
৬৭৮ কোটি টাকা মানিলন্ডারিং: ডায়মন্ড ওয়ার্ল্ড মালিকের বিরুদ্ধে মামলা
লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে গুলি করে হত্যা
ড্রামে খণ্ডিত লাশ পুলিশ বলছে ত্রিভুজ প্রেম, র‌্যাব বলছে ফাঁদে ফেলে হত্যা
আশরাফুলকে হত্যার পর ‘২৪ ঘণ্টার বেশি’ লাশ নিয়ে পরিকল্পনা করেন জারেজুল ও শামীমা
হাইকোর্টের সামনের সড়কে ড্রামের ভেতর খণ্ডিত লাশ

Law News24.com News Archive

আর্কাইভ