গাজায় ফিলিস্তিনিদের মানবঢাল হিসেবে ব্যবহারের বিষয়ে ইসরাইলের পরিকল্পনা জানত যুক্তরাষ্ট্র

প্রথম পাতা » আন্তর্জাতিক » গাজায় ফিলিস্তিনিদের মানবঢাল হিসেবে ব্যবহারের বিষয়ে ইসরাইলের পরিকল্পনা জানত যুক্তরাষ্ট্র
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫



গাজায় ফিলিস্তিনিদের মানবঢাল হিসেবে ব্যবহারের বিষয়ে ইসরাইলের পরিকল্পনা জানত যুক্তরাষ্ট্র

গাজায় হামাসের সুড়ঙ্গগুলোতে বিপুল পরিমাণ বিস্ফোরক রয়েছে- এমন ধারণার ভিত্তিতে সাধারণ ফিলিস্তিনিদের মানবঢাল হিসেবে ব্যবহার করেছে ইসরাইল। তারা সুড়ঙ্গগুলোতে বিস্ফোরকের উপস্থিতি যাচাই করতে ফিলিস্তিনিদের সেখানে পাঠিয়ে আগে নিশ্চিত হতেন। আর এ তথ্য আগে থেকেই জানতে পেরেছে যুক্তরাষ্ট্র। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এতে বলা হয়, দুই সাবেক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, ২০২৪ সালের শেষ দিকে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের শেষ সপ্তাহগুলোতে এই তথ্য হোয়াইট হাউসে শেয়ার করা হয় এবং মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো তা বিশ্লেষণ করে।

আন্তর্জাতিক আইনে যুদ্ধক্ষেত্রে নাগরিকদের মানবঢাল হিসেবে ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ। তবে ইসরাইলের বিরুদ্ধে গাজা ও অধিকৃত পশ্চিম তীরে এ ধরনের অভিযোগ আগেও একাধিকবার উঠেছে। এবার প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের নিজস্ব গোয়েন্দা তথ্যেই এমন প্রমাণের ইঙ্গিত মিলেছে।

ওই ঘটনায় যেসব ফিলিস্তিনির কথা গোয়েন্দা তথ্যে এসেছে তারা বন্দি ছিলেন নাকি সাধারণ বেসামরিক মানুষ তা নিশ্চিত করেনি হোয়াইট হাউস। রয়টার্সও নিশ্চিত হতে পারেনি, বাইডেন প্রশাসন এই তথ্য নিয়ে ইসরাইলের সঙ্গে কোনো আলোচনা করেছিল কি না।

রয়টার্সের প্রতিবেদন প্রকাশের পর ইসরাইলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, আমাদের বাহিনীতে নাগরিকদের মানবঢাল হিসেবে ব্যবহার বা তাদের কোনো সামরিক অভিযানে জোর করে অংশ নিতে বাধ্য করা সম্পূর্ণ নিষিদ্ধ। বিবৃতিতে আরও বলা হয়, সেনাবাহিনীর মিলিটারি পুলিশ ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিভিশন ফিলিস্তিনিদের সামরিক মিশনে জড়িত থাকার সন্দেহজনক ঘটনাগুলো তদন্ত করছে।

বাংলাদেশ সময়: ২৩:০২:৩৭   ৩৯ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


আল জাজিরার বিশ্লেষণ ৫০ বছরে ‘ওয়ার অন ড্রাগস’ থেকে কী পেলো যুক্তরাষ্ট্র?
পশ্চিম তীরে ইসরাইলি সৈন্যদের গুলি, নিহত ফিলিস্তিনি কিশোর ও পথচারী
ফ্যাক্ট-চেকার, কনটেন্ট মডারেটরদের ভিসা নিষিদ্ধ করছে যুক্তরাষ্ট্র
সংকীর্ণ রশির ওপর ভারসাম্য রক্ষা কেন পুতিনের সফর ভারতের পররাষ্ট্রনীতির এক মহাশিক্ষা
ভারতে অবস্থান প্রসঙ্গে  হাসিনাকেই সিদ্ধান্ত নিতে হবে : জয়শঙ্কর
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিষয়ক রিপোর্ট ‘সভ্যতাগত বিলুপ্তির’ মুখোমুখি ইউরোপ
আল জাজিরার বিশ্লেষণ ভারতকে বাদ দিয়ে দক্ষিণ এশিয়ায় নতুন জোট চায় পাকিস্তান, সম্ভাবনা কতোটুকু?
স্বাধীনতার পর সবচেয়ে কঠিন পরিস্থিতিতে বাংলাদেশের ধর্মনিরপেক্ষ আদর্শ
ইউক্রেনে যুদ্ধ বন্ধ ও বৈশ্বিক বাণিজ্য স্থিতিশীলতার জন্য চীনের ভূমিকা চায় ফ্রান্স
গাজায় ইসরাইলের যুদ্ধ পরিচালনা ‘নীতিগত ভুল’: জাতিসংঘ মহাসচিব

Law News24.com News Archive

আর্কাইভ