র‍্যাবের অভিযানে আন্তঃজেলা মোবাইল চোর চক্রের সক্রিয় সদস্য রাজবাড়ীর অনিক গ্রেফতার

প্রথম পাতা » অপরাধ » র‍্যাবের অভিযানে আন্তঃজেলা মোবাইল চোর চক্রের সক্রিয় সদস্য রাজবাড়ীর অনিক গ্রেফতার
সোমবার, ১০ নভেম্বর ২০২৫



---

স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ র‍্যাবের অভিযানে চুরিকৃত  ৩টি  মোবাইলসহ আন্তঃজেলা মোবাইল চোর চক্রের সক্রিয় সদস্য রাজবাড়ীর অনিক হোসেন (২৩)  নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার অনিক রাজবাড়ী শহরের সজ্জনকান্দা এলাকার লিটন খান এর ছেলে।

সোমবার (১০নভেম্বর) র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার এক প্রেস বিজ্ঞপ্তিতে  এ তথ্য জানান।

র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্য ও তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে

গতকাল রবিবার রাত সাড়ে দশটার দিকে ফরিদপুর শহরের  পূর্ব গোয়ালচামট এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি আন্তঃজেলা মোবাইল চোর চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া তিনটি মোবাইল উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

জানা যায়, গত ১৮অক্টোবর আনুমানিক রাত ৩িনটার দিকে রাজবাড়ী সদর উপজেলার  খানখানাপুর রাস্তাডাঙ্গা এলাকার

“মেসার্স  আরাফ ট্রেডার্স”* নামক একটি মোবাইল শোরুমের টিনের চাল কেটে ১৭টি মোবাইল ফোন এবং ৪টি এয়ারপড যার আনুমানিক মূল্য প্রায় তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা চুরি করা হয়।

এ ঘটনায় রাজবাড় সদর থানার মামলা রুজু করা হয়।

মামলাটির তদন্তকারী কর্মকর্তা ঘটনার সাথে জড়িত আসামিদের সনাক্ত করে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১০, ঢাকা বরাবর অধিযাচনপত্র প্রেরণ করেন।

এরই ধারাাবহিকতায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্য ও তথ্য-প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করে।

বাংলাদেশ সময়: ১৭:১১:৪১   ২১ বার পঠিত  




অপরাধ’র আরও খবর


র‍্যাবের অভিযানে আন্তঃজেলা মোবাইল চোর চক্রের সক্রিয় সদস্য রাজবাড়ীর অনিক গ্রেফতার
চুয়াডাঙ্গায় ঘুমন্ত ব্যবসায়ীকে কুপিয়ে জখম: হামলাকারী আটক, অবস্থা আশঙ্কাজনক
চুয়াডাঙ্গায় অবৈধ সার জব্দ: ব্যবসায়ীর এক মাসের জেল
চট্টগ্রামে সরোয়ার বাবলা হত্যা ভারতে বসে তিন দিন আগে খুনের হুমকি দেয় সাজ্জাদ
রমনায় গির্জা লক্ষ্য করে ককটেল নিক্ষেপ
চট্টগ্রামে গণসংযোগে গুলি একজনের মৃত্যু, বিএনপির প্রার্থী এরশাদউল্ল্যাহ গুলিবিদ্ধ
সুন্দরবন থেকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক ১
চুয়াডাঙ্গায় স্ত্রীকে‌ পিটিয়ে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
রাজবাড়ীতে র‍্যাব পরিচয়ে মুরগিবোঝাই পিকআপ ডাকাতি, গ্রেফতার দুই
রাজবাড়ী জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা

Law News24.com News Archive

আর্কাইভ