![]()
কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জ জেলার মানবিক সংগঠন ‘যুবশক্তি ব্লাড ডোনেশন’ এর ৪র্থ বর্ষপূর্তি উপলক্ষে স্বেচ্ছাসেবী মিলন মেলা ও সম্মাননা প্রদান- ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) দিনব্যাপি কিশোরগঞ্জ সদর উপজেলা হলরুমে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়। এতে ৭০ জন স্বেচ্ছাসেবীকে ক্রেস্ট, ৩৭জন মাদ্রাসার শিক্ষার্থীদেরকে কোরআন শরীফ এবং ২০ জনকে বই প্রদান করে যুবশক্তি ব্লাড ফাউন্ডেশন।
যুবশক্তি ব্লাড ডোনেশনের এডমিন আতিকুল ইসলাম পিতুলের পরিচালিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবশক্তি ব্লাড ডোনেশনের প্রধান উপদেষ্টা ডা. মো. গালিবুল ইসলাম গালিব।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডা. জুনিয়র তাহের রেনেসাঁ, উপদেষ্টা জুনায়েদ ভুইয়া, উপদেষ্টা শামীমা বেগম রীমা, লেখক মহিবুল রহমান সোহেল, লেখক তন্ময় আলমগীর, কনটেন্ট ক্রিয়েটর লিয়ন মিয়া, সুমন মিয়া, শাহরিয়ার কাব্য, খন্দকার সুফি আব্দুলাহ প্রমূখ।
এতে আরও উপস্থিত ছিলেন যুবশক্তি ব্লাড ডোনেশনের সকল সদস্য ও কিশোরগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার দুই শতাধিক সেচ্ছাসেবী।
সংগঠনের এডমিন আতিকুল ইসলাম পিতুল বিগত ৩ বছরের কার্যক্রম তুলে ধরেন। এসময় তিনি জানান, চলছি বছরে ১২টি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি, ৪-৭ টা ফ্রি মেডিকেল ক্যাম্প, বৃক্ষ রোপণ কর্মসূচি, ইফতার বিতরণ, বিনামূল্যে রক্তদান, অসহায়দের সাহায্য ইত্যাদি কার্যক্রম চলমান থাকবে।
বাংলাদেশ সময়: ২০:১৭:৩৮ ১১২ বার পঠিত