এক্সিম ব্যাংকের সাবেক এমডি ফিরোজ গ্রেফতার

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » এক্সিম ব্যাংকের সাবেক এমডি ফিরোজ গ্রেফতার
বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫



এক্সিম ব্যাংকের সাবেক এমডি ফিরোজ গ্রেফতার

এক্সিম ব্যাংকের বিপুল অর্থ আত্মসাৎ ও পাচারের মামলায় ব্যাংকটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ ফিরোজ হোসেনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।

তিনি জানান, দুদকের সহকারী পরিচালক শাহজাহান মিরাজের নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করে। গ্রেফতারের পর ফিরোজ হোসেনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গত ১৭ আগস্ট এক্সিম ব্যাংকের ৮৫৭ কোটি ৯৩ লাখ টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, সাবেক এমডি ফিরোজ হোসেনসহ মোট ২১ জনের বিরুদ্ধে মামলা করে দুদক।

মামলার বিবরণ অনুযায়ী, এমডি হিসেবে দায়িত্ব পালনকালে ফিরোজ হোসেন শাখা অফিসের ‘অসম্পূর্ণ’ ঋণ প্রস্তাব যাচাই-বাছাই ছাড়াই বোর্ডে অনুমোদনের সুপারিশ করেন। এছাড়া তিনি ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট কমিটির সভাপতি হিসেবে সংশ্লিষ্ট ঋণ অনুমোদনেও ভূমিকা রাখেন।

নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ব্যাংক মালিকদের সংগঠন বিএবিরও সাবেক চেয়ারম্যান। আওয়ামী লীগ সরকারের সময়ে ব্যাংক খাতে আলোচনায় ছিলেন তিনি। ২০২৪ সালে ক্ষমতার পালাবদলের পর ১ অক্টোবর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি।

বাংলাদেশ সময়: ২৩:২৯:৩১   ৮ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের এপিএস মনিরের দুই নৌযান জব্দ
এক্সিম ব্যাংকের সাবেক এমডি ফিরোজ গ্রেফতার
স্ত্রী-কন্যাসহ র‍্যাবের সাবেক ডিজি হারুনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
৯০তম বারের মতো পেছালো রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন জমার সময়সীমা
নিষিদ্ধ ছাত্রলীগ নেতা বাঁধনসহ ৭ জন রিমান্ডে
ঢাবি শিক্ষিকা মোনামীর মামলা তদন্তের নির্দেশ
রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল ৮ ডিসেম্বর
নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মানহানির মামলা
শ ম রেজাউল করিম ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ
৫ হাজার কর্মীকে ছাঁটাই: ইসলামী ব্যাংকের শীর্ষ কর্মকর্তা ও গভর্নরকে আদালতে তলব

Law News24.com News Archive

আর্কাইভ