শিক্ষার্থীদের অর্থ আত্মসাৎ: আদালতে বিএসবির লায়ন বাশারকে জুতাপেটা

প্রথম পাতা » শিক্ষা » শিক্ষার্থীদের অর্থ আত্মসাৎ: আদালতে বিএসবির লায়ন বাশারকে জুতাপেটা
বুধবার, ২৯ অক্টোবর ২০২৫



শিক্ষার্থীদের অর্থ আত্মসাৎ: আদালতে বিএসবির লায়ন বাশারকে জুতাপেটা

শিক্ষার্থীদের ৪ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা শতাধিক মামলায় গ্রেপ্তার বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান খায়রুল বাশার বাহারকে পুলিশি পাহারায় আদালতের এজলাসে আনার পথে জুতাপেটা করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হলেও পরে তাকে ছেড়ে দেওয়া হয়।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন আদালতের বেঞ্চ সহকারী পারভেজ আহমেদ।

অর্থ আত্মসাতের মামলায় গ্রেপ্তার খায়রুল বাশারের জামিন আবেদন শুনানির জন্য আজ আদালতে হাজির করা হয় তাকে। তাকে ঘিরে কঠোর নিরাপত্তাবেষ্টনী তৈরির পাশাপাশি মূল সড়ক ব্যবহার না করে কৌশলে অন্য পথ দিয়ে এজলাসে তোলার চেষ্টা করে পুলিশ।

ওই পথ ধরে এজলাসের দরজায় পৌঁছানোর সময় হঠাৎ কয়েকজন ব্যক্তি খায়রুল বাশারের ওপর হামলা চালান। পুলিশ তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করে খায়রুল বাশারকে এজলাসের ভেতরে নিয়ে যায়।

পরে ৯৯টি মামলায় জামিন শুনানি করেন তার আইনজীবীরা। আদালত ১৪ মামলায় জামিন দেন। অন্য ৭৫ মামলায় জামিন নামঞ্জুর করেন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান।

এ বিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, খায়রুল বাশারকে আজ আদালতে হাজির করা হবে জেনে বেশ কয়েকজন অভিযোগকারী আদালতে উপস্থিত ছিলেন। তারাই সুযোগ বুঝে তার ওপর হামলা করেন।

উল্লেখ্য, গত ১৪ জুলাই খায়রুল বাশারকে আটক করা হয়। পর্যায়ক্রমে তাকে শতাধিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। কয়েক মামলায় তাকে রিমান্ডেও নেওয়া হয়।বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে শিক্ষার্থীদের ৪ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে খায়রুল বাশারের বিরুদ্ধে ৩০০-রও বেশি মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১:১৮:১৮   ২৮ বার পঠিত  




শিক্ষা’র আরও খবর


বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সুখবর
শিক্ষার্থীদের অর্থ আত্মসাৎ: আদালতে বিএসবির লায়ন বাশারকে জুতাপেটা
বি আই এম এস আইনজীবীদের গবেষনাপত্রের আবেদন আহবান করেছে
শিক্ষা উপদেষ্টাকে আইনি নোটিশ
শিক্ষাবিদ ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ মারা গেছেন
গণ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেলোয়ারকে অব্যাহতির আদেশ অবৈধ ঘোষণা
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় বেরোবির অফিস সহকারী গ্রেফতার
ডাকসু নির্বাচন: ১৬ হলের ফলাফলে সাদিক পেয়েছেন ১২৬৭৪ ভোট, আবিদ ৫২২১
হাইকোর্টের আদেশ স্থগিত, জাকসু নির্বাচনে অংশ নিতে পারছেন না অমর্ত্য
অমর্ত্য রায়ের প্রার্থিতা ফিরিয়ে দিলেন হাইকোর্ট

Law News24.com News Archive

আর্কাইভ