ইতালিতে ধর্মযাজকদের যৌন নিপীড়নের শিকার সাড়ে চার হাজার ভুক্তভোগী

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইতালিতে ধর্মযাজকদের যৌন নিপীড়নের শিকার সাড়ে চার হাজার ভুক্তভোগী
শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫



ইতালিতে ধর্মযাজকদের যৌন নিপীড়নের শিকার সাড়ে চার হাজার ভুক্তভোগী

ইতালির ক্যাথলিক যাজকদের হাতে প্রায় সাড়ে চার হাজার মানুষ যৌন নিপীড়নের শিকার হয়েছেন বলে অভিযোগ তুলেছে দেশটির বৃহত্তম ভুক্তভোগীদের সংগঠন রেতে ল’আবুসো। শুক্রবার সংগঠনটি জানায়, ২০২০ সালের পর থেকে এই ঘটনাগুলো নথিভুক্ত করেছে তারা। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সংগঠনের প্রতিষ্ঠাতা ফ্রান্সেস্কো জানার্দি বলেন, ভুক্তভোগীদের বর্ণনা, আদালতের নথি এবং গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে এই সংখ্যা প্রকাশ করেছে রেতে ল’আবুসো। ইতালির বিশপ সম্মেলন (সিইআই) এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। গত সপ্তাহে ভ্যাটিকানের শিশু সুরক্ষা কমিশন এই সম্মেলনের কর্মকাণ্ডের সমালোচনা করে কড়া প্রতিক্রিয়া দেয়।

ক্যাথলিক গির্জায় শিশু নির্যাতন ও তা গোপন করার ঘটনা বিশ্বজুড়েই বহু বছর ধরে বিতর্কের সৃষ্টি করেছে। তবে ইতালিতে স্থানীয় গির্জা নেতারা বিষয়টি মোকাবিলায় তুলনামূলকভাবে নীরব থেকেছেন। নতুন পোপ লিও এই সপ্তাহেই প্রথমবারের মতো যৌন নির্যাতনের শিকারদের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি নতুন বিশপদের সতর্ক করে বলেছেন, অভিযোগ কখনো গোপন করা যাবে না।আগের পোপ ফ্রান্সিসও তার ১২ বছরের দায়িত্বকালে শিশু নির্যাতন মোকাবিলাকে অগ্রাধিকার দিয়েছিলেন, যদিও ফলাফল ছিল মিশ্র। গত ১৬ অক্টোবর প্রকাশিত এক প্রতিবেদনে ভ্যাটিকানের শিশু সুরক্ষা কমিশন জানায়, ইতালির ২২৬টি ধর্মপ্রদেশের মধ্যে মাত্র ৮১টি সুরক্ষা সংক্রান্ত প্রশ্নপত্রের জবাব দিয়েছে। যা গির্জার স্বচ্ছতার অভাব প্রকাশ করে।

রেতে ল’আবুসো জানিয়েছে, তারা মোট ১২৫০টি সন্দেহজনক নির্যাতনের ঘটনা নথিভুক্ত করেছে। যার মধ্যে ১১০৬টি ঘটিয়েছে ধর্মযাজকরা। বাকিগুলোর সঙ্গে জড়িত ছিলেন কিছু নান, ধর্মশিক্ষক, স্বেচ্ছাসেবক, শিক্ষক ও স্কাউট সংগঠনের সদস্য। এই ঘটনাগুলোতে মোট ৪৬২৫ জন ভুক্তভোগীর নাম পাওয়া গেছে, যার মধ্যে ৪৩৯৫ জনই ধর্মযাজকদের হাতে নির্যাতিত।

বাংলাদেশ সময়: ২৩:৩৮:১৩   ৪০ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


ভারত-পাকিস্তান যুদ্ধ বিধ্বস্ত যুদ্ধবিমানের সংখ্যা ৮: ট্রাম্প
শাটডাউন অব্যাহত থাকলে বিমান চলাচল সীমিত করা হবে: মার্কিন পরিবহনমন্ত্রী
দামেস্কের বিমানঘাঁটিতে সৈন্য মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
সুদানের গৃহযুদ্ধ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে: জাতিসংঘ মহাসচিব
শব্দের চেয়ে তিনগুণ গতিসম্পন্ন পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরির ঘোষণা পুতিনের
গণহত্যার বেলায় শাহরুখ কেন চুপ?
সুদানের আল-ফাশারে গণহত্যার তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ আদালত
মারা গেছেন ইরাকে হামলার নেপথ্য কারিগর সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি
প্রেমিকাকে সার্জনের বার্তা তোমার জন্যই আমার স্ত্রীকে মেরেছি
গত বছরে শীর্ষ ১০ মার্কিন ধনকুবেরের সম্পদ বেড়েছে ৬৯৮০০ কোটি ডলার

Law News24.com News Archive

আর্কাইভ