ফিলিস্তিনি দলগুলোর সঙ্গে জাতীয় সংলাপে বসবে হামাস

প্রথম পাতা » আন্তর্জাতিক » ফিলিস্তিনি দলগুলোর সঙ্গে জাতীয় সংলাপে বসবে হামাস
শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫



ফিলিস্তিনি দলগুলোর সঙ্গে জাতীয় সংলাপে বসবে হামাস

ফিলিস্তিনের সকল স্বাধীনতাকামী দলের সঙ্গে জাতীয় সংলাপের ঘোষণা দিয়েছে হামাস। বৃহস্পতিবার এ ঘোষণা দিয়েছে সংগঠনটি। জানিয়েছে, তারা গাজার সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় সংলাপে অংশ নিতে প্রস্তুত। এ খবর দিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। এতে বলা হয়, মিশরের রাজধানী কায়রোতে হামাস ও ফাতাহ প্রতিনিধিদলের বৈঠক চলাকালীন এ ঘোষণা দেয়া হয়। সেখানে গাজার যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ ও উপত্যকার ভবিষ্যৎ প্রশাসন নিয়ে আলোচনা হয়েছে।

হামাসের মুখপাত্র হাজেম কাসেম আনাদোলুকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, হামাস খোলা মন ও আন্তরিকতার সঙ্গে জাতীয় সংলাপে যাচ্ছে। আমরা ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও অন্যান্য জাতীয় শক্তির সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। কর্তৃপক্ষ ফিলিস্তিনের অবিচ্ছেদ্য প্রতিষ্ঠান- তাদের বাদ দিয়ে কোনো সমাধান সম্ভব নয়। তিনি আরও বলেন, এখন জাতীয় ঐক্যের সময়। আমাদের দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে।কাসেম সতর্ক করে বলেন, বর্তমান সময়টি শুধু হামাসের জন্য নয় বরং গাজা ও পশ্চিম তীরের সব ফিলিস্তিনির জন্যই অত্যন্ত সংকটময়। হামাস মুখপাত্র জানান, সংগঠনটি গাজায় যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, মধ্যস্থতাকারী দেশগুলোকে ইসরাইলের ওপর চাপ দিতে হবে যাতে তারা চুক্তির সব শর্ত মেনে চলে। কাসেম জানান, হামাস দিনরাত আলোচনার মাধ্যমে চুক্তি বাস্তবায়নে কাজ করছে এবং ইতিমধ্যে মাঠপর্যায়ে বেশ কিছু পদক্ষেপও নিয়েছে।

তার ভাষায়- তুরস্ক, মিশর, কাতার এবং যুক্তরাষ্ট্রের কাছ থেকে তারা স্পষ্ট নিশ্চয়তা পেয়েছে যে যুদ্ধ কার্যত শেষ হয়েছে এবং চুক্তির সব শর্ত বাস্তবায়নই এর পূর্ণ সমাপ্তি নির্দেশ করে। তিনি আরও জানান, প্রথম ধাপের শর্ত অনুযায়ী হামাস জীবিত বন্দী ও কিছু মৃতদেহ ইসরাইলের কাছে হস্তান্তর করেছে। বাকি অংশও ধীরে ধীরে সম্পন্ন করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২৩:৩৭:৩৬   ৬৩ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


ভারত-পাকিস্তান যুদ্ধ বিধ্বস্ত যুদ্ধবিমানের সংখ্যা ৮: ট্রাম্প
শাটডাউন অব্যাহত থাকলে বিমান চলাচল সীমিত করা হবে: মার্কিন পরিবহনমন্ত্রী
দামেস্কের বিমানঘাঁটিতে সৈন্য মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
সুদানের গৃহযুদ্ধ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে: জাতিসংঘ মহাসচিব
শব্দের চেয়ে তিনগুণ গতিসম্পন্ন পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরির ঘোষণা পুতিনের
গণহত্যার বেলায় শাহরুখ কেন চুপ?
সুদানের আল-ফাশারে গণহত্যার তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ আদালত
মারা গেছেন ইরাকে হামলার নেপথ্য কারিগর সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি
প্রেমিকাকে সার্জনের বার্তা তোমার জন্যই আমার স্ত্রীকে মেরেছি
গত বছরে শীর্ষ ১০ মার্কিন ধনকুবেরের সম্পদ বেড়েছে ৬৯৮০০ কোটি ডলার

Law News24.com News Archive

আর্কাইভ