মাসুদ ও তার পরিবারের ৩৯টি ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ

প্রথম পাতা » রাজধানী » মাসুদ ও তার পরিবারের ৩৯টি ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ
শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫



মাসুদ ও তার পরিবারের ৩৯টি ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ

মানি লন্ডারিংয়ের অভিযোগ থাকায় রূপালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওবায়েদ উল্লাহ আল মাসুদ ও তার পরিবারের সদস্যদের ৩৯টি ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

এদিন দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম ব্যাংক অ্যাকাউন্টগুলো অবরুদ্ধের আবেদন করেন।

আবেদনে বলা হয়, রূপালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ওবায়েদ উল্লাহ আল মাসুদের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও জালিয়াতির মাধ্যমে ব্যাংক তথা আমানতকারীদের অর্থ তছরুপ এবং তার ও পরিবারের সদস্যদের নামে পরিচালিত ব্যাংক অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেনের অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলছে।অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে অর্থ জমা রাখা হয়েছে ও লেনদেন করা হয়েছে। অভিযোগ পর্যালোচনা করে মানিলন্ডারিংয়ের উপাদান থাকার যুক্তিসঙ্গত সন্দেহের অবকাশ আছে বিধায় অভিযোগ সংশ্লিষ্টদের নামে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধকরণ করা একান্ত প্রয়োজন।

আবেদনে আরও বলা হয়, মাসুদ রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক থাকার সময়ে ব্যাংকের ঋণ অনুমোদন করিয়ে ঋণের অর্থ ব্যক্তিগত প্রয়োজনে, বিশেষ করে ছেলের বিদেশে শিক্ষার খরচে ব্যবহার করেছেন। তিনি ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্টগুলোতে তৃতীয়পক্ষের কাছ থেকে নগদ অর্থ জমা, ক্লিয়ারিংয়ের মাধ্যমে অজানা উৎস থেকে অর্থ নেওয়া এবং ব্যবসায়িক কার্যক্রমহীন প্রতিষ্ঠানগুলোতে অর্থ স্থানান্তর, যা অর্থপাচার ও মানিলন্ডারিংয়ের স্পষ্ট দৃষ্টান্ত এবং তা মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

বাংলাদেশ সময়: ১:০৫:০৭   ৫৮ বার পঠিত  




রাজধানী’র আরও খবর


মালয়েশিয়ায় শ্রমিক পাঠিয়ে ৫২৫ কোটি টাকা লুটপাট, দুদকের ৬ মামলা
পদত্যাগ করে নির্বাচন করার ঘোষণা অ্যাটর্নি জেনারেলের
যমুনা, সচিবালয় ও আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ
ঢাকা-১৭ আসনে প্রার্থী হবেন হিরো আলম
চতুর্দশ সংসদ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক ব্যবস্থা চান বিএনপিপন্থি আইনজীবীরা
গুম কমিশনের চেয়ারম্যান সত্যিকারের স্বাধীনতা ছাড়া বিচার বিভাগ অকার্যকর
সাবেক এমপি নদভী দম্পতিসহ ১৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা
প্রধান বিচারপতির রোডম্যাপ ঘিরেই বিচার বিভাগে আমূল সংস্কার
প্রিজন ভ্যানে পুলিশ সদস্যের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান ইনু
শাহবাগে এনসিপির দুই গ্রুপের মারামারি

Law News24.com News Archive

আর্কাইভ