স্যোশাল মিডিয়া কন্টেন্টের ওপর বিধিনিষেধ আরোপের বিষয়টি স্বীকার করলো তালেবান

প্রথম পাতা » আন্তর্জাতিক » স্যোশাল মিডিয়া কন্টেন্টের ওপর বিধিনিষেধ আরোপের বিষয়টি স্বীকার করলো তালেবান
বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫



স্যোশাল মিডিয়া কন্টেন্টের ওপর বিধিনিষেধ আরোপের বিষয়টি স্বীকার করলো তালেবান

আফগানিস্তানে সোশ্যাল মিডিয়া কন্টেন্টের ওপর বিধিনিষেধ আরোপের বিষয়টি স্বীকার করেছে তালেবান সরকার। এর আগে দেশটিতে ফেসবুক, ইনস্টাগ্রাম ও এক্সের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমের বেশ কিছু কন্টেন্ট প্রকাশ না করার জন্য ফিল্টার ব্যবহার করা হয়। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়েছে, ঠিক কি ধরণের পোস্টে ফিল্টার দেয়া হয়েছে তা এখনও স্পষ্ট নয়।

কাবুলের কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী জানিয়েছেন, তাদের ফেসবুক একাউন্টে বেশ কিছু ভিডিও দেখা যাচ্ছিলো না। এছাড়া ইনস্টাগ্রামের অ্যাক্সেসও তাদের হাতে ছিলো না। দেশজুড়ে ইন্টারনেট ও টেলিযোগাযোগ পরিষেবা বন্ধ রাখার এক সপ্তাহ পর সোশ্যাল মিডিয়া কন্টেন্টের ওপর ওই বিধিনিষেধ আরোপ করা হয়। যা সেখানকার সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের জন্য ভোগান্তির সৃষ্টি করে। ৪৮ ঘন্টা ইন্টারনেট ও টেলিযোগাযোগ সার্ভিস বন্ধ থাকার কারণে বিমান পরিষেবা ব্যাহত হয়। এছাড়া ইমার্জেন্সি সার্ভিসও সীমিত হয়। ওই সময় নারী ও মেয়েদের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ হতে পারে এ বিষয়েও শঙ্কা প্রকাশ করা হয়। তবে এ বিষয়ে তালেবান কর্তৃপক্ষের কাছ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখা পাওয়া যায়নি।

নানগারার প্রদেশের এক সরকারি চাকুরিজীবী বলেন, তিনি ওই সময় ফেসবুক ওপেন করতে পারলেও কোনো ছবি বা ভিডিও দেখতে পান নি। কান্দাহার প্রদেশের আরেক ব্যবহারকারী বলেন, মঙ্গলবার থেকে তার সাইবার অপটিক ইন্টারনেট সেবা কেটে দেয়া হয়। তবে মোবাইল ডেটা কাজ করছিলো। ফেসবুক ও ইনস্টাগ্রাম খুবই ধীর গতিতে চলছিলো। গত সপ্তাহে সম্পূর্ণ শাটডাউনের জন্য তালেবান সরকার অবশ্য কোনো বিস্তারিত ব্যাখ্যা দেয়নি।

গত সপ্তাহে তালেবান সরকারের এক মুখপাত্র বলেন, অপরাধ প্রতিরোধের জন্য ইন্টারনেট অ্যাক্সেস বন্ধ করা হয়। ২০২১ সালে পুনরায় ক্ষমতায় আসার পর তালেবান সরকার দেশটিতে ইসলামি শরিয়া আইন অনুযায়ী একাধিক বিধিনিষেধ আরোপ করে। আফগান নারীরা বিবিসিকে জানিয়েছে, বহিঃবিশ্বের সঙ্গে যোগাযোগের জন্য তাদের কাছে একমাত্র মাধ্যম ছিলো ইন্টারনেট। এর আগে নারীদের শিক্ষার ওপর বিধিনিষেধ আরোপ করে তালেবান। ফলে ১২ বছরের বেশি বয়সী কিশোরীদের শিক্ষা গ্রহণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

বাংলাদেশ সময়: ২৩:১২:৪৩   ৪৬ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


ভারত-পাকিস্তান যুদ্ধ বিধ্বস্ত যুদ্ধবিমানের সংখ্যা ৮: ট্রাম্প
শাটডাউন অব্যাহত থাকলে বিমান চলাচল সীমিত করা হবে: মার্কিন পরিবহনমন্ত্রী
দামেস্কের বিমানঘাঁটিতে সৈন্য মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
সুদানের গৃহযুদ্ধ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে: জাতিসংঘ মহাসচিব
শব্দের চেয়ে তিনগুণ গতিসম্পন্ন পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরির ঘোষণা পুতিনের
গণহত্যার বেলায় শাহরুখ কেন চুপ?
সুদানের আল-ফাশারে গণহত্যার তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ আদালত
মারা গেছেন ইরাকে হামলার নেপথ্য কারিগর সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি
প্রেমিকাকে সার্জনের বার্তা তোমার জন্যই আমার স্ত্রীকে মেরেছি
গত বছরে শীর্ষ ১০ মার্কিন ধনকুবেরের সম্পদ বেড়েছে ৬৯৮০০ কোটি ডলার

Law News24.com News Archive

আর্কাইভ