
আজারবাইজানের বিমান দুর্ঘটনার পেছনে রাশিয়ার ভূমিকা ছিলো বলে স্বীকার করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃৃহস্পতিবার বিষয়টি স্বীকার করেন তিনি। এসময় একে একটি দুর্ঘটনা বলে আখ্যা দেন পুতিন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। এতে বলা হয়েছে, আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে এক বৈঠকে তিনি বিষয়টি নিয়ে কথা বলেন। পুতিন বলেন, ওই দিন রাতে ইউক্রেনের ড্রোন ধ্বংসের জন্য মিসাইল নিক্ষেপ করে রাশিয়া। যা বিমানটির কয়েক মিটার দূরে বিস্ফোরিত হয়। পুুতিন বলেন, এ ধরণের ঘটনায় ক্ষতিপূরণের জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেবেন তিনি। এছাড়া সমস্ত কর্মকর্তাদের কর্মকাণ্ড আইনত মূল্যায়ন করা হবে বলেও মন্তব্য করেন তিনি।
বাংলাদেশ সময়: ২৩:১১:৪৫ ৩৯ বার পঠিত