
ফ্লোটিলার জাহাজগুলোতে থাকা আইনজীবীরা ইসরাইলের আন্তর্জাতিক মানবাধিকার আইন ও সামুদ্রিক আইন লঙ্ঘনের ঘটনাগুলো নথিভুক্ত করছেন। আল জাজিরার প্রতিবেদক হাসান মাসউদ ভূমধ্যসাগরে একটি জাহাজে অবস্থান করছেন। তিনি জানিয়েছেন, ইসরাইলি নৌবাহিনীর এসব বেআইনি কর্মকাণ্ড জাতিসংঘের আন্তর্জাতিক আদালতে (আইসিজে) পাঠানো হবে।
তিনি বলেন, আমরা সব ক্যামেরা পর্যবেক্ষণ করছি এবং নিশ্চিত করতে পারি যে, এখনো (আমাদের) কয়েকটি জাহাজ গাজায় পৌঁছানোর চেষ্টা করছে। অন্তত একটিও যদি গাজায় পৌঁছাতে পারে, তাহলেই অবরোধ ভাঙার লক্ষ্য পূর্ণ হবে। তিনি আরও জানান, ইতালির সিসিলি থেকে আরেকটি নতুন ফ্লোটিলা গাজার উদ্দেশে যাত্রা করেছে। এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে, অধিকারকর্মীরা ফিলিস্তিনের ক্ষুধার্ত জনগণের কাছে খাদ্য, পানি ও ওষুধ পৌঁছে দেয়ার প্রচেষ্টা অব্যাহত রেখেছেন এবং একই সঙ্গে ইসরাইলের সর্বাত্মক অবরোধের ওপর বৈশ্বিক দৃষ্টি আকর্ষণ করছেন।
বাংলাদেশ সময়: ১৭:০৬:০১ ৪৯ বার পঠিত