
এক মাফিয়া পরিবারের ১১ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছে চীন। কুখ্যাত ওই পরিবারটি মিয়ানমারে একটি প্রতারণা কেন্দ্র পরিচালনা করতো। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়েছে, মিং পরিবারের কয়েক ডজন সদস্যদের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রমে সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়া গেছে। ২০২৩ সালে ওই পরিবারের একাধিক সদস্যকে গ্রেপ্তার করে মিয়ানমার। যাদেরকে পরবর্তীতে চীনা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। সোমবার মিং পরিবারের ৩৯ সদস্যকে সাজা দেয়া হয়েছে। এর মধ্যে ১১ জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। ১১ জনকে যাবজ্জীবন বাকিদেরকে পাঁচ থেকে চব্বিশ বছর পর্যন্ত কারাদণ্ড দেয়া হয়েছে। আদালত জানিয়েছে যে, ২০১৫ সাল থেকে মিং পরিবার ও অন্য সন্ত্রাসী সংগঠনগুলোর টেলিকমিউনিকেশন জালিয়াতি, অবৈধ ক্যাসিনো, মাদক পাচার ও পতিতাবৃত্তির মতো কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ততা পাওয়া যায়। আদালতের মতে জুয়া ও প্রতারণা চক্রের মাধ্যমে তারা ১০ বিলিয়ন ইউয়ান সংগ্রহ করে। আদালত আরও জানিয়েছে, মিং পরিবার ও অন্য সন্ত্রাসী সংগঠনগুলো বেশ কয়েকটি স্ক্যাম সেন্টার কর্মীর মৃত্যুর জন্য দায়ী। তারা এক সময় মিয়ানমারের শান প্রদেশে ১০ হাজার কর্মীকে আটকে রাখে। ক্রোচিং টাইগার ভিলাতে কর্মীদেরকে আটকে রেখে নির্যাতন করা হতো। দুই বছর আগে বিদ্রোহী গ্রুপের একটি জোট মিয়ানমারের সামরিক বাহিনীর ওপর আক্রমণ করে তাদেরকে শান রাজ্যের বিশাল এলাকা থেকে বিতাড়িত করে এবং লাউক্কাইডের নিয়ন্ত্রণ নেয়। বলা হয়, ওই গ্রুপগুলোর ওপর চীনের প্রভাব রয়েছে। তারা তাদেরকে সবুজ সংকেত দিয়েছে।
বাংলাদেশ সময়: ৫:১৮:৫৫ ৪০ বার পঠিত