মিশিগানে মরমন চার্চে গুলি, নিহত কমপক্ষে চার

প্রথম পাতা » আন্তর্জাতিক » মিশিগানে মরমন চার্চে গুলি, নিহত কমপক্ষে চার
মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫



মিশিগানে মরমন চার্চে গুলি, নিহত কমপক্ষে চার

যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যে এক মরমন চার্চে বন্দুকধারীর হামলায় কমপক্ষে চারজন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, হামলাকারী গাড়ি নিয়ে চার্চের ভেতরে ঢুকে প্রথমে ধাক্কাধাক্কি শুরু করে। এরপর স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলি চালায়। পরে ভবনে আগুন লাগিয়ে দেয়। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এ ঘটনা ঘটে গ্র্যান্ড ব্ল্যাঙ্ক শহরে। ডেট্রয়েট থেকে প্রায় ৬০ মাইল (১০০ কি.মি.) উত্তর-পশ্চিমে এর অবস্থান। রোববারের প্রার্থনা অনুষ্ঠানে কয়েকশ’ মানুষ উপস্থিত ছিল। পুলিশ জানায়, হামলাকারীর নাম থমাস জ্যাকব স্যানফোর্ড (৪০)। সে স্থানীয় বুর্টন এলাকার বাসিন্দা। রোববার সকাল ১০টা ২৫ মিনিটের দিকে চার্চে হামলা চালায় জ্যাকব স্যানফোর্ড। প্রথমে গাড়ি নিয়ে চার্চের ভেতরে ঢুকে পড়ে। এরপর অ্যাসল্ট রাইফেল দিয়ে বহু রাউন্ড গুলি চালায়। ভবনের ভেতরে আগুন ধরিয়ে দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে প্রতিরোধ করে।

গোলাগুলির একপর্যায়ে সকাল ১০টা ৩৩ মিনিটে স্যানফোর্ডকে গুলি করে হত্যা করা হয়। অর্থাৎ মাত্র আট মিনিটের মধ্যেই হামলাকারী নিহত হয়। গ্র‍্যান্ড ব্ল্যাঙ্ক টাউনশিপ পুলিশের প্রধান উইলিয়াম রেনিয়ে জানান, নিহত চারজনের মধ্যে দুজন গুলিতে মারা গেছেন। ভবনে অগ্নিকাণ্ডের কারণে ব্যাপক ক্ষতি হয়েছে এবং কয়েকজন নিখোঁজ। ভিড়ের কারণে এম্বুলেন্সগুলো আহতদের হাসপাতালে নিতে হিমশিম খায়। পুলিশ ঘটনাকে ‘টার্গেটেড ভায়োলেন্স’ বা সুনির্দিষ্ট লক্ষ্যভিত্তিক সহিংসতা হিসেবে দেখছে, যদিও সঠিক উদ্দেশ্য এখনো পরিষ্কার নয়। হামলাকারীর বাসভবন ও মোবাইল রেকর্ড খতিয়ে দেখা হচ্ছে। এফবিআই তদন্তের দায়িত্ব নিয়েছে। তারা বোমা নিষ্ক্রিয়কারী দল, ক্রাইসিস রেসপন্স টিমসহ প্রায় ১০০ এজেন্ট মোতায়েন করেছে। মিশিগান পুলিশ জানিয়েছে, চার্চে হামলার পর আরও কিছু জায়গায় বোমা হামলার হুমকি এসেছে। তবে সেগুলো তদন্ত করে ‘ক্লিয়ার’ ঘোষণা করা হয়েছে। চার্চ কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, প্রার্থনার সময় গুলি চালানো হয়েছে এবং একাধিক ব্যক্তি আহত হয়েছেন।

তারা বিবৃতিতে বলেছে, আমরা শান্তি ও আরোগ্যের জন্য প্রার্থনা করছি। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ঘটনা সম্পর্কে অবহিত। নিশ্চিত করেছেন যে, এফবিআই তদন্তের নেতৃত্ব দিচ্ছে। নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে তিনি একে যুক্তরাষ্ট্রে খ্রিষ্টানদের ওপর আরেকটি টার্গেটেড হামলা বলে অভিহিত করেছেন। মার্কিন অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি এক্সে লিখেছেন, এটি হৃদয়বিদারক ও ভয়ঙ্কর ঘটনা। মিশিগান গভর্নর গ্রেচেন হুইটমার বলেন, সহিংসতা কোথাও গ্রহণযোগ্য নয়, বিশেষত উপাসনালয়ে। সাবেক সিনেটর ও বিশিষ্ট মরমন রাজনীতিবিদ মিট রমনি একে দুর্ভাগ্যজনক ট্র‍্যাজেডি হিসেবে আখ্যা দিয়েছেন।

বাংলাদেশ সময়: ৫:১৯:২১   ৪৩ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


ভারত-পাকিস্তান যুদ্ধ বিধ্বস্ত যুদ্ধবিমানের সংখ্যা ৮: ট্রাম্প
শাটডাউন অব্যাহত থাকলে বিমান চলাচল সীমিত করা হবে: মার্কিন পরিবহনমন্ত্রী
দামেস্কের বিমানঘাঁটিতে সৈন্য মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
সুদানের গৃহযুদ্ধ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে: জাতিসংঘ মহাসচিব
শব্দের চেয়ে তিনগুণ গতিসম্পন্ন পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরির ঘোষণা পুতিনের
গণহত্যার বেলায় শাহরুখ কেন চুপ?
সুদানের আল-ফাশারে গণহত্যার তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ আদালত
মারা গেছেন ইরাকে হামলার নেপথ্য কারিগর সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি
প্রেমিকাকে সার্জনের বার্তা তোমার জন্যই আমার স্ত্রীকে মেরেছি
গত বছরে শীর্ষ ১০ মার্কিন ধনকুবেরের সম্পদ বেড়েছে ৬৯৮০০ কোটি ডলার

Law News24.com News Archive

আর্কাইভ