কিয়েভে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪

প্রথম পাতা » আন্তর্জাতিক » কিয়েভে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫



কিয়েভে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪

ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। পূর্ণ মাত্রার যুদ্ধ শুরুর পর রোববার কিয়েভকে লক্ষ্য করে ভয়াবহ ও দীর্ঘ হামলার ধারাবাহিকতা এটি। এ হামলায় কমপক্ষে চার জন নিহত এবং ডজনখানেক মানুষ আহত হয়েছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এতে বলা হয়, ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, রাতভর ৫৯৫টি ড্রোন এবং ৪৮টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। এর মধ্যে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী ৫৬৮টি ড্রোন এবং ৪৩টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে। তারা আরও উল্লেখ করেছে যে, হামলার প্রধান লক্ষ্য ছিল রাজধানী কিয়েভ।

এতে কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বলেছেন, ১২ ঘণ্টারও বেশি সময় ধরে চলা ওই হামলায় একটি হৃদরোগ ক্লিনিক, কারখানা এবং আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলেনস্কি আবারও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, রাশিয়ার জ্বালানি স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর সময় এসেছে। এসব জ্বালানি কেন্দ্র থেকেই ইউক্রেনে হামলার অর্থায়ন আসে বলে দাবি জেলেনস্কির। টেলিগ্রামে তিনি বলেন, সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেওয়ার সময় অনেক আগেই চলে গেছে, আমরা যুক্তরাষ্ট্র, ইউরোপ, জি৭ এবং জি২০-এর পক্ষ থেকে একটি শক্তিশালী প্রতিক্রিয়ার ওপর আস্থা রাখি। তিনি আরও জানান যে, ইউক্রেন এখনও পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে মস্কোর ওপর শাস্তিমূলক নিষেধাজ্ঞা আরোপে রাজি করাতে পারেনি।

অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ইউক্রেনের সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলাটি চালিয়েছে। যার মধ্যে বিমানঘাঁটিও রয়েছে। দূরপাল্লার আকাশ ও সমুদ্রভিত্তিক অস্ত্র এবং ড্রোন ব্যবহার করে এই বৃহৎ হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে মস্কো।

বাংলাদেশ সময়: ৩:৫৩:০৩   ৫৬ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


আল জাজিরার বিশ্লেষণ ৫০ বছরে ‘ওয়ার অন ড্রাগস’ থেকে কী পেলো যুক্তরাষ্ট্র?
পশ্চিম তীরে ইসরাইলি সৈন্যদের গুলি, নিহত ফিলিস্তিনি কিশোর ও পথচারী
ফ্যাক্ট-চেকার, কনটেন্ট মডারেটরদের ভিসা নিষিদ্ধ করছে যুক্তরাষ্ট্র
সংকীর্ণ রশির ওপর ভারসাম্য রক্ষা কেন পুতিনের সফর ভারতের পররাষ্ট্রনীতির এক মহাশিক্ষা
ভারতে অবস্থান প্রসঙ্গে  হাসিনাকেই সিদ্ধান্ত নিতে হবে : জয়শঙ্কর
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিষয়ক রিপোর্ট ‘সভ্যতাগত বিলুপ্তির’ মুখোমুখি ইউরোপ
আল জাজিরার বিশ্লেষণ ভারতকে বাদ দিয়ে দক্ষিণ এশিয়ায় নতুন জোট চায় পাকিস্তান, সম্ভাবনা কতোটুকু?
স্বাধীনতার পর সবচেয়ে কঠিন পরিস্থিতিতে বাংলাদেশের ধর্মনিরপেক্ষ আদর্শ
ইউক্রেনে যুদ্ধ বন্ধ ও বৈশ্বিক বাণিজ্য স্থিতিশীলতার জন্য চীনের ভূমিকা চায় ফ্রান্স
গাজায় ইসরাইলের যুদ্ধ পরিচালনা ‘নীতিগত ভুল’: জাতিসংঘ মহাসচিব

Law News24.com News Archive

আর্কাইভ