ফ্রান্সে একাধিক মসজিদে শূকরের মাথা, উদ্বিগ্ন মুসল্লিরা

প্রথম পাতা » আন্তর্জাতিক » ফ্রান্সে একাধিক মসজিদে শূকরের মাথা, উদ্বিগ্ন মুসল্লিরা
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫



ফ্রান্সে একাধিক মসজিদে শূকরের মাথা, উদ্বিগ্ন মুসল্লিরা

ফ্রান্সের কয়েকটি মসজিদে রক্ত মাখা শুকরের মাথা নিয়ে স্থানীয় মুসলিমদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। চলতি মাসের শুরুতে প্যারিসের জাভেল মসজিদের দরজায় একটি শূকরের দেখা যায়। সেখানে নীল কালিতে ‘ম্যাক্রন’ লেখা ছিলো। অনলাইন আল জাজিরা এক খবরে বলা হয়েছে, মসজিদটি আইফেল টাওয়ার থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত। সেখানে  লেবানন, আলজেরিয়া, ইরান ও অন্য দেশ থেকে আসা মুসলমানরা নামাজ আদায় করেন। মসজিদের ইমাম নাজাত বেনালি বলেন, এবারই প্রথম আমাদের সঙ্গে এমন কিছু হলো। আরও বলেন, ৯ সেপ্টেম্বর মুসল্লিরা ফজরের নামাজ আদায়ের উদ্দেশে মসজিদে আসলে ওই দৃশ্য দেখতে পান। ধর্ম মতে মুসলমানদের শূকর খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ এবং শূকরকে নাপাক হিসেবে গণ্য করা হয়। মুসল্লিরা ওই দৃশ্য দেখে মসজিদের ইমামকে ডাকেন। বেনালি বলেন, তারা ওই দৃশ্য দেখে বিস্মিত হয়ে পড়েন।

পুলিশ আসার পর বেনালি বলেন, জাভেল মসজিদই একমাত্র মসজিদ না। আরও কয়েকটি মসজিদে একই ঘটনা ঘটেছে। প্যারিস ও এর আশেপাশের শহরের মোট নয়টি মসজিদে এভাবে শূকরের মাথা রাখা হয়েছে। প্যারিস পুলিশ প্রসিকিউটরের অফিসের তথ্য অনুযায়ী, ৮ সেপ্টেম্বর সার্বিয়ান লাইসেন্সধারী ১০ টি শূকরের মাথা কেনার জন্য দুই ব্যক্তি এক কৃষকের কাছে যান। সিসিটিভি ফুটেজে তাদেরকে প্যারিসের ওবারক্যাম্প এলাকায় আসতে দেখা যায়। মসজিদের দরজায় শূকরের মাথা রেখে তাদেরকে গাড়ি নিয়ে বেলজিয়ামের সঙ্গে ফরাসি সীমান্ত অতিক্রম করতে দেখা যায়।

প্যারিসের পাবলিক প্রসিকিউটরের অফিস এক বিবৃতিতে জানায়, বিদেশি দুই নাগরিক মসজিদের সামনে শূকরের মাথা রেখে যায়। তাদের কার্যক্রমে বুঝা যায় তারা দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে এ কাজ করেছে। প্যারিসের প্রসিকিউটর লরে বেকাচু অভিযুক্তদের বিষয়ে বলেন, তাদের লক্ষ্য হলো এ দেশের নাগরিকদের মধ্যে ফ্রান্স নিয়ে প্রশ্ন তোলা। ইসলাহ মসজিদের হায়দার রসুল একটি ভিডিও ফুটেজ তুলে ধরেন। সেখানে এক ব্যক্তিকে মসজিদের দরজায় শূকরের মাথা রাখতে দেখা যায়। রসুল বলেন, আমরা প্রথমে খুবই উদ্বিগ্ন হয়ে পড়ি। এটি একটি নিরিবিলি এলাকা। পরে আমরা জানতে পারি এটিই একমাত্র এলাকা না যেখানে এমন কাণ্ড ঘটানো হয়েছে। তবে আমরা এটুকু আশ্বস্ত হই যে, এটি ব্যক্তিগত শত্রুতার জেরে করা হয়নি।

বাংলাদেশ সময়: ১৯:৩৬:০৮   ৬৭ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


সংকীর্ণ রশির ওপর ভারসাম্য রক্ষা কেন পুতিনের সফর ভারতের পররাষ্ট্রনীতির এক মহাশিক্ষা
ভারতে অবস্থান প্রসঙ্গে  হাসিনাকেই সিদ্ধান্ত নিতে হবে : জয়শঙ্কর
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিষয়ক রিপোর্ট ‘সভ্যতাগত বিলুপ্তির’ মুখোমুখি ইউরোপ
আল জাজিরার বিশ্লেষণ ভারতকে বাদ দিয়ে দক্ষিণ এশিয়ায় নতুন জোট চায় পাকিস্তান, সম্ভাবনা কতোটুকু?
স্বাধীনতার পর সবচেয়ে কঠিন পরিস্থিতিতে বাংলাদেশের ধর্মনিরপেক্ষ আদর্শ
ইউক্রেনে যুদ্ধ বন্ধ ও বৈশ্বিক বাণিজ্য স্থিতিশীলতার জন্য চীনের ভূমিকা চায় ফ্রান্স
গাজায় ইসরাইলের যুদ্ধ পরিচালনা ‘নীতিগত ভুল’: জাতিসংঘ মহাসচিব
সাম্প্রতিক ভূমিকম্প সতর্ক সংকেত: প্রস্তুত নয় বাংলাদেশ
যুক্তরাষ্ট্রে ১৯ দেশের অভিবাসন আবেদন স্থগিত
গাজায় নতুন গণকবরের সন্ধান হত্যার পর বুলডোজার দিয়ে বালি চাপা

Law News24.com News Archive

আর্কাইভ