গাজা সিটিতে ইসরাইলি হামলায় একদিনে নিহত ৪৯

প্রথম পাতা » আন্তর্জাতিক » গাজা সিটিতে ইসরাইলি হামলায় একদিনে নিহত ৪৯
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫



গাজা সিটিতে ইসরাইলি হামলায় একদিনে নিহত ৪৯

গাজা সিটিতে ফের হামলা চালিয়েছে ইসরাইল । এতে ৪৯ জন নিহত হয়েছেন। এছাড়া স্কুলসহ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার থেকে এ পর্যন্ত ইসরাইলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।এতে বলা হয়েছে, লাগাতার বোমা বর্ষণের ফলে বাস্তুচ্যুত হয়েছেন ৬ হাজার ফিলিস্তিনি। প্যালেস্টেনিয়ান সিভিল ডিফেন্স এজেন্সির এক মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, গাজা সিটির বাসিন্দারা অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন।

আল জাজিরার হানি মাহমুদ বলেছেন, ইসরাইলি যুদ্ধবিমানগুলো ১০-১৫ মিনিট পর পরই আবাসিক ভবনগুলোর ওপর হামলা চালায়। তারা বাসিন্দাদের সেখান থেকে নিরাপদে সরে যাওয়ার সময় পর্যন্ত দেয়নি। আরও বলেছেন, ইসরাইল বিশেষ করে ঘনবসতিপূর্ণ এলাকায় হামলা চালাচ্ছে। তিনি বলেন, বাস্তুচ্যুত মানুষ এখন শহরের পশ্চিম প্রান্তে কেন্দ্রীভূত। আরও বলেন, ইসরাইলি বাহিনী গাজা সিটিতে হামলা চালালেও অনেক বাসিন্দাই সেখানে থেকে যাচ্ছেন অথবা দক্ষিণে আল মাওয়াসির শিবিরে যাত্রা করার চেষ্টা করছেন। আল শিফা হাসপাতালের প্রধান ড. মুহাম্মদ আবু সালমিয়া বলেন, বাসিন্দারা গাজা সিটির পূর্ব দিক থেকে পশ্চিমে সরে যাচ্ছেন। তবে খুব অল্প সংখ্যক মানুষ দক্ষিণে যেতে পারছেন। কেউ দক্ষিণে যেতে পারলেও তারা সেখানে থাকার কোনো জায়গা পাচ্ছেন না।

বাংলাদেশ সময়: ২৩:২৭:১৭   ১৫ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


গাজা সিটিতে ইসরাইলি হামলায় একদিনে নিহত ৪৯
নিউজিল্যান্ডে ফিলিস্তিনপন্থী মিছিলে যোগ দিয়েছেন হাজার হাজার মানুষ
নিউইয়র্কে নেতানিয়াহুকে গ্রেপ্তারের ঘোষণা দিলেন মেয়র প্রার্থী মামদানি
ইসরাইল-ফিলিস্তিন দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান প্রস্তাবে বাংলাদেশসহ ১৪২ দেশের সমর্থন
বৃটেনে শিখ তরুণীকে ধর্ষণ
গাজায় ইজরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ইয়েমেনে ব্যাপক বিক্ষোভ ও সমাবেশ
বিদেশি চলচ্চিত্র দেখায় উত্তর কোরিয়াতে মৃত্যুদণ্ড দেয়া হয়: জাতিসংঘ
নেপালে বিক্ষোভে মৃতের সংখ্যা বেড়ে ৫১, এখনও পলাতক ১২ হাজার ৫৩৩ কয়েদি
ব্রাজিলের সাবেক প্রেসিডেন্টকে ২৭ বছরের কারাদণ্ড দিলেন আদালত
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে বিচারপতি সুশিলাকে চায় তরুণরা

Law News24.com News Archive

আর্কাইভ