যশোর জেনারেল হাসপাতালে দুদকের অভিযান, প্রমাণ মিলেছে নিম্ন মানের খাবার সরবরাহের

প্রথম পাতা » স্বাস্থ্য » যশোর জেনারেল হাসপাতালে দুদকের অভিযান, প্রমাণ মিলেছে নিম্ন মানের খাবার সরবরাহের
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫



যশোর জেনারেল হাসপাতালে দুদকের অভিযান, প্রমাণ মিলেছে নিম্ন মানের খাবার সরবরাহের

যশোর জেনারেল হাসপাতালে অভিযানে নিম্নমানের খাবার সরবরাহের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে এ অভিযান চালায় দুদক।

হাসপাতালের বিভিন্ন নথিপত্রও খতিয়ে দেখছেন দুদকের দল। অভিযানে খাদ্য সরবরাহ থেকে শুরু করে চিকিৎসাসেবা পর্যন্ত নানা অনিয়মের প্রমাণ পেয়েছে।

অভিযানের শুরুতেই দুদক কর্মকর্তারা হাসপাতালের রান্নাঘরে গিয়ে রোগীদের খাবারের মান পরীক্ষা করেন। দেখা যায় ২০০ গ্রাম ভাত দেয়ার কথা থাকলেও রোগীদের দেয়া হচ্ছে কম। সকালের নাস্তার পাউরুটির পরিমাণ ঠিক নেই। ডিমের আকার ছোট। খাবারের লবণ, পেঁয়াজ ও রসুনের মান নিম্নমানের, চিকন চালের পরিবর্তে মোটা চাল দেয়া হচ্ছে। ডালও নিম্নমানের। ৮০ গ্রাম মাছের বদলে দেয়া হচ্ছে ৪০ থেকে ৪৫ গ্রাম। বিভিন্ন স্যালাইন স্টোর রুমে থাকা সত্বেও বাইরে থেকে রোগীদের কিনতে হচ্ছে।

এদিকে, রোগী ও তাদের স্বজনদের অভিযোগ, এই ধরনের নিম্নমানের খাবার নিয়মিত দিলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা নিচ্ছে না।

অভিযান শেষে যশোরের সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক (এডি) মোহাম্মদ আল-আমিন বলেন, হাসপাতালে রোগীদের যে ধরনের চাল, ডাল, তেলসহ রান্নার সামগ্রী ব্যবহার করে খাবার পরিবেশন করা হচ্ছে সেটা অত্যন্ত নিম্নমানের। অভিযোগগুলো যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। একইসঙ্গে হাসপাতালটিকে পর্যবেক্ষণেও রাখা হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২৩:২৬:৫৮   ১৫ বার পঠিত  




স্বাস্থ্য’র আরও খবর


যশোর জেনারেল হাসপাতালে দুদকের অভিযান, প্রমাণ মিলেছে নিম্ন মানের খাবার সরবরাহের
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ রোগী ভর্তি, ২ জনের মৃত্যু
ডেঙ্গু-করোনার চিকিৎসায় নতুন নির্দেশনা জারি করলো স্বাস্থ্য অধিদপ্তর
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, ভর্তি ৩৩০
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৬২
চব্বিশ ঘণ্টায় ২৮ জনের করোনা শনাক্ত
২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২৪৪ রোগী হাসপাতালে ভর্তি
২৪ ঘণ্টায় আরও ১৫ জনের করোনা শনাক্ত
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে হাসপাতালে ভর্তি আড়াই শতাধিক, নেই মৃত্যু
২৪ ঘণ্টায় ৯ জনের করোনা শনাক্ত

Law News24.com News Archive

আর্কাইভ