শেরপুরে পিডিবির অর্ধকোটি টাকার ক্যাবল চুরির অভিযোগ, ২টি গাড়িসহ আটক ৯

প্রথম পাতা » অপরাধ » শেরপুরে পিডিবির অর্ধকোটি টাকার ক্যাবল চুরির অভিযোগ, ২টি গাড়িসহ আটক ৯
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫



শেরপুরে পিডিবির অর্ধকোটি টাকার ক্যাবল চুরির অভিযোগ, ২টি গাড়িসহ আটক ৯

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)-এর আওতাধীন চলমান প্রকল্পের প্রায় অর্ধকোটি টাকা মূল্যের তার চুরি করতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে ওই প্রকল্পের কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠানের ৯ কর্মকর্তা-কর্মচারী।

রোববার (১৪ সেপ্টেম্বর) ভোররাতে শেরপুরের নালিতাবাড়ী শহরের কালিনগর বাইপাস এলাকায় ঠিকাদারি প্রতিষ্ঠানের ভাড়া নেয়া ডিপো থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ২ ড্রাম তার, একটি ট্রাক ও একটি পিকআপ জব্দ করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, ফরহাদ (৩০), রফিকুল ইসলাম (৪৪), শাকিল (২০), রঞ্জু (২৫), মোবারক (৩৪), তৈয়ব আলী (৩২), সিয়াম হাসান (১৯), আব্দুস সাত্তার (৩০) ও মোফাজ্জল হোসেন (২২)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পিডিবির আওতায় উপজেলার বিভিন্ন স্থানে বৈদ্যুতিক লাইনের কাজ করছিল ঠিকাদারি প্রতিষ্ঠান এমআরএম ইন্টারন্যাশনাল। ঢাকার পান্থপথে থাকা প্রতিষ্ঠানটির কাজ চলতি বছরের ডিসেম্বরে শেষ হওয়ার কথা থাকলেও বছরের শুরুতেই শেষ হয়ে যায়। বর্তমানে যথাযথ প্রক্রিয়া সম্পন্ন করে উদ্বৃত্ত নতুন এবং পুরাতন ক্যাবল নিয়ম অনুযায়ী  পিডিবির কাছে হস্তান্তরের কথা রয়েছে। কিন্তু ওইসব ক্যাবল আত্মসাৎ করার অভিপ্রায়ে ঠিকাদারি প্রতিষ্ঠানটি গোপনে তাদের কর্মকর্তা ও কর্মচারীদের মাধ্যমে রোববার ভোররাতে দুটি গাড়িতে করে সেগুলো সরানোর চেষ্টা করছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, জনৈক হুমায়ুন কবীর হিমেলের জায়গা ভাড়ায় নেয়া ডিপো থেকে লাইট অফ করে উদ্বৃত্ত ২৪ ড্রাম নতুন ক্যাবল ট্রাকে লোডের চেষ্টা করা হচ্ছিল। দুই ড্রাম ট্রাকে ওঠানোর পরই স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকে লোড করা দুই ড্রাম ক্যাবল, একটি ট্রাক এবং একটি পিকআপসহ জড়িত ৯ জনকে আটক করে।

অপরদিকে, ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা দুপুরে থানায় এলেও মামলা করতে অপারগতা প্রকাশ করেন। একপর্যায়ে পুলিশের চাপে প্রতিষ্ঠানের পক্ষে আসাদুজ্জামান বাদী হয়ে অভিযোগ দাখিল করেন। পরে মামলা গ্রহণ করে গ্রেফতারকৃতদের বিকেলে আদালতে সোপর্দ করা হয়।

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের অপর প্রতিনিধি শাওন জানান, দুর্বৃত্তরা তাদের অগোচরে ক্যাবল চুরির চেষ্টা করছিল। তবে জড়িতরা তাদের প্রতিষ্ঠানের নিয়োগকৃত কিনা এমন বিষয়ে জানতে চাইলে তিনি সদুত্তর দিতে পারেননি।

অপরদিকে গ্রেফতারকৃত শ্রমিকরা জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপকের নির্দেশেই তারা ক্যাবলগুলো ভালুকায় নিয়ে যাচ্ছিলেন।

নালিতাবাড়ী আবাসিক প্রকৌশলী আব্দুল মোমিন জানান, ক্যাবলগুলো পিডিবির সম্পদ। চুরি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। উদ্বৃত্ত ক্যাবল যথাযথ নিয়ম মেনে প্রকল্প অফিসে জমা দেয়ার নিয়ম রয়েছে।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা জানান, ক্যাবলগুলো চুরির উদ্দেশ্যেই জমা না দিয়ে ভোররাতে গোপনে সড়িয়ে ফেলার চেষ্টা করা হয়েছিল। খবর পেয়ে আলামতসহ জড়িত ৯ জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:২৪:৫২   ৭৯ বার পঠিত  




অপরাধ’র আরও খবর


চট্টগ্রামে গণসংযোগে গুলি একজনের মৃত্যু, বিএনপির প্রার্থী এরশাদউল্ল্যাহ গুলিবিদ্ধ
সুন্দরবন থেকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক ১
চুয়াডাঙ্গায় স্ত্রীকে‌ পিটিয়ে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
রাজবাড়ীতে র‍্যাব পরিচয়ে মুরগিবোঝাই পিকআপ ডাকাতি, গ্রেফতার দুই
রাজবাড়ী জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা
মানবাধিকার সংস্থার নেতা ও নারী উদ্যোক্তার হানিপ ট্র্যাপ ফাঁদে মাদকসহ নিজেরাই ধরা‌।
রাজবাড়ীতে প্রায় ১০৪ ভরি রুপা উদ্ধারসহ পেশাদার চোর গ্রেপ্তার
খাবারের লোভ দেখিয়ে শিশু ধর্ষণের মামলায় প্রতিবেশীর যাবজ্জীবন কারাদণ্ড
চুয়াডাঙ্গার দামুড়হুদায় জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে, নিহত ১; তিনজনকে রেফার্ড।
আদালতে বিচার চলাকালে খাস কামরা থেকে বিচারকের আইফোন-মানিব্যাগ চুরি

Law News24.com News Archive

আর্কাইভ